Advertisment

Kareena Kapoor-Saif Ali khan: ২১ কোটির নায়িকা বলেই হয়ত...', কেন নিরাপত্তা নেই সইফ-করিনার বাড়েতি? প্রকাশ্যে...

Saif-kareena: মুম্বাইয়ের বুকে অভিনেতাদের সুরক্ষার অভাব নিয়ে বেশ আলোচনা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দম্পতি আকাশদীপ সাবির ও তাঁর স্ত্রী শিবা এই নিয়ে আলোচনা করেছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Saif ali khan, Kareena Kapoor, Taimur, Jeh, Bollywod Diwali party, Saif Kareena, Saif Kareena Diwali, Diwali 2022, সইফ আলি খান, করিনা কাপুর, সইফ করিনা, তৈমুর, জেহ, বলিউডে দিওয়ালি পার্টি, দিওয়ালি ২০২২, Indian express entertainment news

Saif - Kareena: তাঁদের নিয়ে নানা কথা খোলসা করলেন তিনি? Photograph: (Instagram)

গত মাসে মুম্বাইয়ে একটি ডাকাতির সময় সইফ আলি খান আক্রান্ত হওয়ার পরে করিনা কাপুর এবং তার পরিবার ভয়ঙ্কর সময় কাটিয়েছেন। অভিনেতাকে তৎক্ষণাৎ একটি অটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচারের পরে, অভিনেতা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেতে প্রায় এক সপ্তাহ সময় নেন। তারপর থেকেই মুম্বাইয়ের বুকে অভিনেতাদের সুরক্ষার অভাব নিয়ে বেশ   আলোচনা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দম্পতি আকাশদীপ সাবির ও তাঁর স্ত্রী শিবা, সইফ ও করিনাকে কটাক্ষ করে বলেন, তাঁরা একজন নিরাপত্তারক্ষী ও ফুলটাইম ড্রাইভার কিনতে পারছেন না? 

Advertisment

সম্প্রতি লেহরেন রেট্রোর সঙ্গে কথোপকথনে আকাশদীপ ও শিবা ইন্ডাস্ট্রিতে প্রাপ্য টাকার সমতা নিয়ে আলোচনা করছিলেন। তাদের দাবি, পুষ্পার নায়িকা রশ্মিকা মান্দানা নয়, আল্লু অর্জুনই প্রেক্ষাগৃহে দর্শক এনেছিলেন, কারণ তিনি মাত্র ১০ কোটি টাকা পেয়েছিলেন। যেখানে আল্লু অর্জুন তার চরিত্রের জন্য ১০০ কোটি টাকা পেয়েছেন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আকাশদীপ করিনা কাপুরকে কটাক্ষ করে বলেন, "এই কারণেই কারিনা ২১ কোটি টাকার নায়িকা হয়েও বাড়ির বাইরে একজন ওয়াচম্যান বসাতে পারতেন না।

তিনি বলেন, "আপনি যখন তাদের ১০০ কোটি টাকা দেবেন, তখন হয়তো তারা রাতে নিরাপত্তা বা ড্রাইভার নিতে পারবে। আমি সইফ এবং করিনাকে সমর্থন করার জন্য টিভি বিতর্কে লড়াই করেছি।" তিনি আরও বলেন, "ওরা দুজনেই মর্যাদাবান এবং অত্যন্ত বিশিষ্ট দম্পতি, কিন্তু বিতর্কে আমার কাছে দুটি জিনিসের কোনও উত্তর ছিল না যখন তারা আমাকে জিজ্ঞাসা করত, 'কেন বাড়ির বাইরে কোনও নিরাপত্তারক্ষী ছিল না...' ৩০টি সিসিটিভি সহ এটি একটি নিরাপদ ভবন হতে পারে, তবে সিসিটিভি কীভাবে হাত বাড়িয়ে ডাকাতকে থামাবে? এটি কেবল অপরাধ সমাধানে সহায়তা করতে পারে, অপরাধ বন্ধ করতে পারে না।" 

তিনি দ্বিতীয় যে প্রশ্নটির উত্তর দিতে পারেননি তা হ'ল এই দম্পতির বাড়িতে "রাতে পুরো সময়ের ড্রাইভার না থাকা"। এর উত্তরে আকাশদীপের স্ত্রী কটাক্ষ করে বলেন, 'মুম্বইয়ের বেশির ভাগ বাড়িতেই রাতভর কর্মীদের রাখার জায়গা থাকে না।" 

saif ali khan Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor
Advertisment