Advertisment

ননদ-শাশুড়ি নিয়ে সুখী পরিবার, দীপাবলিতে শ্বশুরবাড়ি-বাপের বাড়িকে এক করলেন করিনা

সৎ ছেলে-মেয়েও এলেন, ভরা পরিবারে উৎসব যাপন বেবোর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kareena kapoor Diwali : family reunion in saifs home

করিনার দীপাবলি

বলিউড জুড়ে এ কদিন শুধুই দীপাবলির পার্টি। গতকাল সইফ এবং করিনার বাড়িতে হাজির হয়েছিলেন তারকারা। শুধু তাই নয়, বেশিরভাগ পড়েছিলেন লাল। শাশুড়ি ননদদের নিয়েই হল উৎসব।

Advertisment

দীপাবলি উপলক্ষে গতকাল সবথেকে বেশি নজর কেড়েছেন সইফ। পরনে কালো রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের ধুতি..যেন এক্কেবারে বাঙালি বাবু। অন্যদিকে করিনার পরনে লাল রঙের শাড়ি। শুধু করিনা নন, ননদ সোহা নিজেও পড়েছেন লাল। বেশিরভাগ কেই দেখা গেল লাল এবং গোলাপী রঙের পোশাকে।

সবথেকে বেশি নজরে এসেছে শাশুড়ি বৌমা জুটিরা। এদিন সইফের বাড়িতে শর্মিলাকেও দেখা গেল। অন্যদিকে, আলিয়া এবং নীতু সিং - শাশুড়ির পাশে বসে খোশগল্প করতে দেখা গেল তাঁকেও। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কাছের বন্ধুরা। করিনার ব্যাপার বাড়ির তরফেও অনেককেই দেখা গেল। ভাই - তাদের বউদের নিয়ে এক সুন্দর দীপাবলি উদযাপন করলেন তিনি।

গতকাল সারা এবং ইব্রাহিম গিয়েছিলেন বাবার বাড়িতে। সেখানেই তাঁকে দেখা গেলে পরিবারের তরফে দীপাবলির শুভেচ্ছা জানাতে। কী লিখলেন করিনার সৎ কন্যা?

আমার পাতৌদি পরিবারের তরফে তোমাদের সুলকে শুভ দীপাবলি। শনিবার এত ভাল কাটবে আগে জানতাম না। সকলকে প্রণাম এবং অনেকটা ভালবাসা। ঠাকুমার সঙ্গে তাঁর এমনই আলাদা সম্পর্ক। তাঁকে জড়িয়ে বেশ মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন তিনি। অন্যদিকে, নীতু সিং...

kareena kapoor, saif ali khan, alia bhatt, kareena saif diwali, sara ali khan, kareena with family,  trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news<br />

পরিবারের উপস্থিত সকলে। রণবীর এবং অন্যান্যদের একসঙ্গে নিয়েই যৌথ পরিবারের একটি ছবি শেয়ার করলেন তিনি। শ্বশুরবাড়ি বাপের বাড়ি জিন্দাবাদ ... গতকাল করিনার বাড়ির চিত্র দেখলে একথা বলাই যায়।

saif ali khan bollywood Kareena Kapoor Khan Entertainment News
Advertisment