সেলেবদের একবার ছুঁয়ে দেখার ইচ্ছে সকলের থাকে। তাঁদের অনুরাগীরা তো বটেই, তবে মুম্বাইয়ের রাস্তায় এমন অনেক মানুষ আছেন যারা তারকাদের দেখেলেই ছবি তুলতে অথবা অটোগ্রাফ নিতে এগিয়ে আসেন। গতকাল ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। করিনা কাপুরকে দেখেই এগিয়ে এলেন এক মহিলা, তারপর?
সইফের সঙ্গেই, গাড়ি নিয়ে বেড়িয়েছিলেন করিনা। তারপর? সেখানে গাড়ি থেকে নামতেই ছুটে এলেন এক মহিলা। করিনা তাঁকে দেখে হাত জোড় করে প্রণাম করার পরেও একটিই আবদার, “একবার হাত লাগান, একবার উনাকে ধরে দেখতে দিন।” যদিও, করিনাকে আড়াল করার জন্য উপস্থিত ছিলেন অনেকেই। কিন্তু নাছোড়বান্দা সেই মহিলাকে দেখে একরকম অপ্রস্তুত করিনা।
আরও পড়ুন [ প্রকাশ্য জনসমক্ষে বাতকর্ম! শেষে নিজেকে খাওয়ার খোঁটা দিলেন প্রিয়াঙ্কা? ]
কিছু সময় পর পেছন ফিরে দেখেও নিলেন তিনি। চোখ কপালে বেবোর। বিপদ বুঝেই, কিছুটা তাড়াতাড়ি পা চালিয়ে ভেতরে ঢুকে গেলেন। কিন্তু ভিডিও ভাইরাল হলেও এবার আর করিনার দোষ দেখলেন না কেউই। সকলের একটাই কথা, এহেন অনেকেই তারকাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। যাতে বিপদ হতে পারে। আবার কেউ বললেন, নিজের বাড়ির লোকের সঙ্গে এমন হলে যে কেউ তাঁকে আড়াল করবে। আবার কেউ কেউ প্রসঙ্গ টানলেন অক্ষয় কুমারের। একবার নাকি হাত মেলাতে গিয়েই হাত কেটে গিয়েছিল তাঁর।
উল্লেখ্য, করিনা এর আগেও বাচ্চাদের সঙ্গে ছবি না তোলার কারণে ট্রোল হয়েছেন। তবে, এবার বেশিরভাগই তাকে সাপোর্ট করলেন। সাধারণ মানুষের কেউ এই জিনিস পছন্দ করবেন না সেখানে উনি একজন তারকা। যদিও সোশ্যাল মিডিয়ায়, সবসময়ই দুই ধরনের পরিস্থিতি। কেউ কেউ আবার বললেন, একবার উনার হাত ধরলেই বা কি হত?