আওয়ার্ড ফাংশনের মঞ্চে কত কাণ্ডই না হয়। এ দৃশ্যও একদিন দেখার ছিল, কেউ আন্দাজ করতে পেরেছিলেন। দুই প্রাক্তন প্রেমী, যারা কিনা নিজেদেরকে ভয়ঙ্কর ভালবাসতেন। শুধু তাই নয়, যারা কিনা এমনও দাবি করেছিলেন যে দুজনের মধ্যে বেসিক কিছু কারণের জন্যই তাঁদের বিচ্ছেদ হয়েছিল, তাঁরা আবারও একসঙ্গে?
দীর্ঘ বহু সময় তাঁরা নানা অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে এক অপরকে সামনে দেখে অদ্ভুত আচরণ পর্যন্ত করেছেন। কিন্তু, এবার না। বরং দুজনের কথপোকথন এর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। প্রসঙ্গে শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান। একসময়ের চর্চিত প্রেমিক যুগল যদিও বা নিজেদের কেরিয়ারে বহু আগে এগিয়ে গিয়েছেন। দুজনেই সন্তানের অভিভাবক। এতদিন, তাঁরা একে অপরকে এড়িয়ে গেলেও এবার দেখা গেল একদম অন্য দৃশ্য।
জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে IIFA পুরস্কার। আর সেখানেই শাহিদ করিনা সহ মঞ্চে উপস্থিত ছিলেন অনেকেই। করণ জোহর থেকে কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন অনেকেই ছিলেন সেখানে। কিন্তু শাহিদ এবং করিনা ব্যস্ত নিজেদের মত। তাঁরা যেভাবে গল্প করছেন, দেখে বোঝা দায় যে এতদিন একে অপরের সঙ্গে কথা বলেননি। যেন, কত আলোচনা। বাকি স্টেজে সকলে চুপ করে থাকলেও এই দুজনের আলোচনা এবং গল্প যেন শেষ হচ্ছে না। ভিডিও দেখলে মনে হতে পারে যেন কত পুরোনো বন্ধু, অনেকদিন পর তাঁদের দেখা হল।
এদিকে, তাঁদের দুজনের দুইপাশে দাঁড়িয়ে ছিলেন কার্তিক আরিয়ান এবং করণ জোহর। তাঁদের ছবি নিয়ে ঠান্ডা লড়াইয়ের কথা অনেকেই জানেন। আর করণ? করিনা যেখানে তাঁর বেস্ট ফ্রেন্ড তুল্য। তাঁর সঙ্গে বেবোর কোনও কথা নেই মঞ্চে দাঁড়িয়ে। বলা যেতে পারে, একটু হলেও অদ্ভুত সমস্যায় পড়েছিলেন করণ। কিন্তু, সমাজ মাধ্যমের পাতায় নজর রাখলে দেখা যাবে, কেউ কেউ এই ঘটনা নিয়ে মজা করেছেন।
কেউ বলছেন, দেখে ভাল লাগল যে করিনা এবং শাহিদ দুজনেই নিজেদের সমস্যা এবং অশান্তি সরিয়ে কথা বলছেন। আবার কেউ বলছেন, সময় সবকিছু ঠিক করে দেয় এটাই প্রমাণ। আবার কেউ বললেন, এটাই তো মোমেন্ট, জয়পুরের হাওয়ায় কী যেন আছে, সব পাল্টে দিল। এদিকে, কৃতি এবং কার্তিক পাশাপাশি দাঁড়ালেও দুজনকে ক্যামেরার সামনে কথা বলতে না দেখে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। তাই তাঁদের চুপ থাকতে দেখে নানা মন্তব্য দেখা যাচ্ছে।
উল্লেখ্য, অন্যদিকে করিনা এবং শাহিদকে কথা বলতে দেখে কেউ কেউ করণের উদ্দেশ্যে বলেন, আহারে! বেস্ট ফ্রেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছেন দেখে মন খারাপ?