একটি সাক্ষাৎকারে তিনি জানান অভিনয়কে বাদ দিয়ে তিনি নিজেকে ভাবতেই পারেননা। শুধু মুখেই নয়, কাজেই তার প্রমান দিয়েছেন মিসেস পাতৌদি। গর্ভবতী থাকাকালীনও একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। ভিডিও শ্য়ুট থেকে শুরু করে স্টিল ফটো শ্য়ুটও চালিয়ে গিয়েছেন তিনি। কর্ম জীবন বা ব্য়ক্তিগত, বরাবরই তাকে রেখেছে লাইমলাইটে। একের পর এক বক্স অফিস হিটের কারণে তিনি সেরার তালিকার অন্য়তম নাম।
‘লোকমত পাওয়ার সেলিব্রিটি অফ দ্য় ইয়ার অ্য়াওয়ার্ড পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন করিনা, এবং সেখানেই তিনি জানান অভিনয়ের প্রতি তাঁর ভালবাসার কথা। অন্য় কোনও পেশায় যুক্ত হতে চান কিনা এই প্রশ্ন করলে তিনি জানান “ ১৮ বছর এই প্রফেশনে থাকার পর আমার মনে হয়না আমি অভিনয় ছাড়া অন্য় কিছুর কথা ভাবতে পারব, আসলে আমি অভিনয় ছাড়া নিজেকে ভাবতেই পারিনা”।
অ্য়াওয়ার্ড পর তাঁর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন ‘ আমার কাছে প্রতিটা অ্য়াওয়ার্ডই ভীষণ গুরুত্বপূর্ণ। নিজের কাজ এবং ছবির জন্য় প্রচুর পুরষ্কার পেয়েছি, তবে নিজের রাষ্ট্রের সেরা পাওয়ার সেলেব হিসাবে পুরষ্কৃত হওয়াটা অবশ্য়ই ভীষণ স্বরনীয়।
রাজনীতি, খেলা এবং বিভিন্ন মহল থেকে অনেকেই উপস্থিত ছিলেন এদিন। প্রসঙ্গত, শশাঙ্ক ঘোষের ভীর দি ওয়েডিং-এ দেখা যাবে তাঁকে। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি।