ফিটনেসের কথা যখন আসে সবার আগে চোখের সামনে আসে অভিনেতা অভিনেত্রীরা। এই দৌড়ে সব থেকে এগিয়ে বলিউড। সন্তান জন্ম দেওয়ার পর থেকে ফের শরীরকে ফিট রাখার জন্য তৎপর হয়ে উঠেছেন করিনা কাপুর খান। 'সাইজ জিরো ফিগার' না হলেও সেদিকেই এগোতে চান তিনি। সন্তান পালনের মাঝেও শরীরচর্চার সময় ঠিক বের করে নেন পাতৌদি বধূ।