করিনাই এবার আপনার ফিটনেস ট্রেনার

সন্তান জন্ম দেওয়ার পর থেকে ফের শরীরকে ফিট রাখার জন্য তত্ৎপর হয়ে উঠেছেন করিনা। 'জিরো ফিগার ' না হলেও সেদিকেই পৌছাতে চান তিনি।

সন্তান জন্ম দেওয়ার পর থেকে ফের শরীরকে ফিট রাখার জন্য তত্ৎপর হয়ে উঠেছেন করিনা। 'জিরো ফিগার ' না হলেও সেদিকেই পৌছাতে চান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফিটনেসের কথা যখন আসে সবার আগে চোখের সামনে আসে অভিনেতা অভিনেত্রীরা। এই দৌড়ে সব থেকে এগিয়ে বলিউড। সন্তান জন্ম দেওয়ার পর থেকে ফের শরীরকে ফিট রাখার জন্য তৎপর হয়ে উঠেছেন করিনা কাপুর খান। 'সাইজ জিরো ফিগার' না হলেও সেদিকেই এগোতে চান তিনি। সন্তান পালনের মাঝেও শরীরচর্চার সময় ঠিক বের করে নেন পাতৌদি বধূ।

Advertisment

সম্প্রতি ফিটনেস ট্রেনার নম্রতা পুরোহিত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনা কাপুরের শরীরচর্চার ভিডিও। তাতে দেখা গেছে ডাম্ব-বেল নিয়ে রীতিমত কসরত করছেন তিনি।

ভিডিওতে দেখানো করিনা কাপুরের শরীরচর্চা হাতের শক্তি বাড়াতে এবং পেশিকে সুন্দর গঠন দিতে সাহায্য করবে।

Advertisment

পাশাপাশি মালাইকা আরোরার একটি ওয়ার্কআউটের ভিডিও আপলোড করেছেন নম্রতা পুরোহিত। যেখানে মালাইকা আরোরা ও করিনা কাপুর একইসঙ্গে বিভিন্ন ওয়ার্কআউটে ব্যস্ত।

Read the full story in English