Saif Ali Khan-Kareena Kapoor Khan:২১ জানুয়ারি মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন পতৌদি নবাব সইফ আলি খান। মুম্বই লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডাঃ নীতিন ডাঙ্গে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে সইফকে ছেড়ে দেওয়া হবে। সোমবারই সমস্ত অফিসিয়াল কাজ হয়ে গিয়েছে। চিকিৎসকরা প্রথমে মনে করেছিলেন সোমবারই সইফকে দেবেন।
কিন্তু, আরও কিছুক্ষণ তাঁকে তত্ত্বাবধানে রাখা প্রয়োজন মনে করেন। সেই জন্যই মঙ্গলবার ছাড়া হচ্ছে সইফ আলি খানকে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন নবাব বেগম করিনা কাপুর খান। সেলেব পাপারাৎজ্জিরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেবোর হাসপাতালে ঢোকার মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
সেই ভিডিও দেখেই অনুমান, সইফকে বাড়ি নিয়ে যেতেই হাসপাতালে এসেছেন বেটারহাফ করিনা। লীলাবতী হাসপাতালের বাইরে রয়েছে মুম্বই পুলিশের কড়া নিরাপত্তা। অতিরিক্ত ভিড় সামলানোর জন্য যথেষ্ট পুলিশ নিয়োগ করা হয়েছে। হাসপাতালের বাইরে যাতে অযাচিত ভিড় না হয় সেই দিকে বিশেষ খেয়াল রয়েছে মুম্বই পুলিশের। ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার ঘটনায় উদ্বেগ ভক্তরা।
হাসপাতালের বাইরে অনুরাগীদের ভিড় সামলাতেই মুম্বই পুলিশের তরফে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। লীলাবতী হাসপাতালে ঢোকা ও বেরনোর গেটের সামনে ব্যারিকেট করে দেওয়া হয়েছে। যাতে ভিড় কোনওভাবেই সইফিনা পর্যন্ত পৌঁছতে না পারে।
সংবাদসংস্থা IANS-এর তরফে একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বই পুলিশ কী ভাবে সইফের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। পতৌদি নবাব সইফের বাড়ি ফেরার অপেক্ষায় তাঁর পরিবার। অনুরাগীরাও তাঁর ঘরে ফেরার খবরের জন্য অপেক্ষা করছিলেন।
সইফের উপর হামলার ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিলেন নবাব বেগম করিনা কাপুর খান। তাঁকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন দিদি করিশ্মা কাপুর খান। সইফের বাড়ি ফেরার আগে 'সৎগুরু শরণ'-এ তৈমুর-জেহকে নিয়ে ফিরে এসেছেন বেবো।
এখন অপেক্ষা সইফের ঘরে ফেরার। এই ঘটনার পর করিনা বারবার পরিবারের নিরাপত্তা রক্ষার আর্জি জানিয়েছেন সেলেব পাপারাৎজ্জিদের কাছে। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন। কেন তাঁদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখা হচ্ছে? এতে পতৌদি পরিবারের নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। সোমবার ইনস্টা স্টোরিতে সেই পোস্ট শেয়ার করেও সরিয়ে দেন সইফ পত্নী।