Kareena K Khan: 'তোমার-আমার মধ্যে কেউ আসবে না…', সইফের সঙ্গে এতবছরের বিবাহিত জীবন, তাও নতুন প্রেমে পড়লেন করিনা!
Kareena Kapoor Khan's love interest: যখন সন্তান এবং সংসারকে ভালবাসায় রাখতে ভুলছেন না তিনি। ঠিক তেমনই, আবার নিজের ভালবাসার প্রসঙ্গেও বেশ অবগত তিনি। যা তাঁর কাছের, মনে ধরে রেখেছেন, সেগুলোর সঙ্গে একেবারেই আপোস করেন না। সেরকমই কিছু এবার সোশ্যাল মিডিয়ায় দেখালেন তিনি।
Kareena Kapoor Khan's love interest: যখন সন্তান এবং সংসারকে ভালবাসায় রাখতে ভুলছেন না তিনি। ঠিক তেমনই, আবার নিজের ভালবাসার প্রসঙ্গেও বেশ অবগত তিনি। যা তাঁর কাছের, মনে ধরে রেখেছেন, সেগুলোর সঙ্গে একেবারেই আপোস করেন না। সেরকমই কিছু এবার সোশ্যাল মিডিয়ায় দেখালেন তিনি।
kareena kapoor's love: কার উদ্দেশ্যে কী লিখলেন করিনা?
তিনি করিনা কাপুর খান। তাঁর অভিনয়ের পাশাপাশি রয়েছে তাঁর নিত্য নতুন স্টাইলের আলোচনাও। তাঁর শেষ দুটি প্রজেক্টের কারণে বেশ আলোচনায় ছিলেন তিনি। শিরোনামে ছিলেন অভিনেতা।
Advertisment
একদিকে, যখন সন্তান এবং সংসারকে ভালবাসায় রাখতে ভুলছেন না তিনি। ঠিক তেমনই, আবার নিজের ভালবাসার প্রসঙ্গেও বেশ অবগত তিনি। যা তাঁর কাছের, মনে ধরে রেখেছেন, সেগুলোর সঙ্গে একেবারেই আপোস করেন না। সেরকমই কিছু এবার সোশ্যাল মিডিয়ায় দেখালেন তিনি।
ছুটি কাটাতে গিয়েছেন বেবো। ছেলেদের নিয়ে সমুদ্র সৈকতে গিয়েছেন তিনি। সেখানে, তাঁর ছেলেরা যেমন দৌঁড়ে বেড়াচ্ছে চারপাশে। মা, ভালবাসার বিনিময় করতে ব্যস্ত। করিনা বরাবরই বলে এসেছেন, তিনি তারকা হলেও, নিজের খাবার দাবারের কথা চিন্তা করলেও চিট ডে কিন্তু থেকেই যায় তাঁর জীবনে।
Advertisment
এবার সোশ্যাল মিডিয়ায় তিনি বললেন, তোমার আর আমার মধ্যেখানে কেউ আসতে পারবে না। কোনোদিন না! তাঁর সঙ্গে ছবিও আপলোড করেছেন তিনি। কার প্রতি এত ভালবাসা করিনার? যে সবকিছু ভুলে গেলেন। আসলে, সেটি কোনও মানুষ না। বরং একটি খাবার। করিনা ক্রসনাট বড্ড ভালবাসেন খেতে।
এবার, সামনে যদি এক বাক্স ক্রসনাট থাকে, তখন সামলাবেন কী করে নিজেকে? তাই, এটা দেখেই তাঁর ভালবাসা বেড়ে গেল। এবং প্রকাশ্যে বলে বসলেন, তোমার আর আমার মধ্যে কেউ আসতে পারবে না, কখনোই। প্রসঙ্গে, তিনি শেষ কাজ করেছেন ক্রিউ ছবিতে। যেখানে তাঁকে বিমান সেবিকার ভূমিকায় দেখা গিয়েছে।