Kareena Kapoor Khan: 'যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে ঘটছে...', সইফ কান্ডের পর সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট করিনার

Kareena Cryptic Post: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করলেন করিনা কাপুর খান। সইফ আলি খানের উপর হামলার পর আরও একবার সোশ্যালে সুর চড়ালেন বেবো।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'আমি কাজ করব তবেই যদি...', বলিউডের এই তারকারা প্রযোজকদের সামনে এসব অদ্ভুত শর্ত রাখেন

সইফ কান্ডের পর সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট করিনার

Kareena Social Post: 'বিয়ে, বিবাহবিচ্ছেদ, মনের ভিতর প্রবল চাপ, সন্তান জন্ম দেওয়া, ভালবাসার মানুষের মৃত্যু আর মা-বাবা হিসেবে দায়িত্ব পালন- যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে তখন বাস্তবটা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে স্মার্ট মনে হবে'।

Advertisment

ইনস্টা স্টোরিতে ঠিক এই কথাগুলোই লিখেছেন নবাব বেগম করিনা কাপুর খান। ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার পর নিরাপত্তা রক্ষার স্বার্থে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন বেবো। সেলেব পাপারাৎজ্জিদের উপর ক্ষোভ উগরে দিয়ে পোস্ট শেয়ার করেও সরিয়ে নিয়েছেন সইফ পত্নী। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করিনার। 

সইফের উপর হামলার পর পাপারাৎজ্জিদের উদ্দেশে বারবার বলেছেন, তাঁরা যেন বাড়ির সামনে ভিড় না করেন। সবসময় তাঁদের ক্যামেরবান্দি করা থেকে বিরত থাকতে। এমনকী তৈমুর-জেহর ছবি যাতে না তোলা হয় সেই বিষয়ও অনুরোধ করেছেন সইফিনা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্যাপেদের সঙ্গে বৈঠক করে এই প্যাপেদের জন্য ওএই নিয়মগুলো বেঁধে দিয়েছেন তারকা দম্পতি।

Advertisment

করিনার লেটেস্ট পোস্ট দেখে অনুমান, ছবি শিকারিদের উদ্দেশেই এই কথাগুলো বলেছেন। তবে সইফের উপর হামলার ঘটনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। বোন সাবা সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবাদও করেন। তাঁদের উদ্দেশেও বলতে পারেন বেবো। চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্যা হিস্ট বিগিংস।

এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ অহলাওয়াট। সেই উপলক্ষেই হামলার পর প্রথমবার জনসমক্ষে আসেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল আর হালকা গোঁফ! হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ। একইসঙ্গে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সইফের বাঁহাতের ব্যাণ্ডেজ। 

করিনার ফ্যান পেজের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছিল যেখানে সইফের গলায় আঘাতের চিহ্ন একেবারে স্পষ্ট। ছবির ক্যাপশনে লেখা, 'যাঁরা বিগত কয়েক সপ্তাহে একাধিকবার সইফের আঘাত নিয়ে প্রশ্ন তুলেছেন এটা তাঁদের জন্য। আঘাতকে প্রকাশ্যে এনে সহানুভূতি আদায় করতে চান না। সেই জন্যই কলার দেওয়া শার্ট পরে ইভেন্ট এসেছিলেন। তবুও তার মাঝে এই দাগ স্পষ্ট।'  

bollywood movie saif ali khan Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor Bollywood Couple saif ali khan injury saif ali khan Health Updates