Taimur Carries kareena Show: শুধু পায়ের উপর পা তুলে আরাম করাটাই বোধ হয় নবাবিয়ানা নয়। প্রকৃত শিক্ষাতেই যেন থাকে নবাবিয়ানার ছোঁয়া। ঠিক যেমন নবাব বাড়ির শিক্ষায় শিক্ষিত হচ্ছে ছোট্ট তৈমুর। মায়ের যত্ন করা-সেবা করার যে কোনও বয়স হয় না সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নবাব পুত্তুর। নবাব বেগম করিনা কাপুর খান তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে তৈমুরের হাতে মায়ের একজোড়া জুতো।
সেটা নিয়ে হেঁটে চলেছে সইফিনার বড় ছেলে। পিছন থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন তারকা মম করিনা কাপুর খান। তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'এই বছর থেকে সারাজীবন মায়ের সেবা...বন্ধুরা তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। খুব শীঘ্রই আরও অনেক ছবি আসবে।'
সিফিনার শিক্ষাকে কুর্নিশ জানিয়েছেন নেটানাগরিকরা। সেই সঙ্গে তৈমুরকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সইফ ও দুই ছেলেকে নিয়ে প্রায়ই সময় কাটাতে দেখা যায় করিনাকে। তৈমুর আজও পাপারাৎজ্জিদের পছন্দের পাত্র। তৈমুর বাইরে বেরলেই প্যাপেদের ফ্ল্যাশলাইট থাকত তার দিকে। আজও তার ব্যতিক্রম হয় না। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় করিনা।
ব্যক্তিগত জীবনের হাসি-আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন বেবো। ক্রিসমাসে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছিলেন করিনা। বছর শেষের আগে ২০২৪-এর সেরা সেলফিগুলো পোস্ট করেছিলেন সইফ ঘরণী। শাশুড়ি মায়ের জন্মদিনেও শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবিতে মজা করে 'কুলেস্ট গ্যাংস্টার' লিখে পোস্ট করেছিলেন।
অন্যদিকে ২০২৪-এর শেষের দিকে সইফিনার ছোট ছেলে জেহ-র একটি ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছোট্ট জেহ পাপারাৎজ্জিদের ধমক দিচ্ছে। ভিডিও-তে দেখা যায়, করিনা তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ ও তাদের ন্যানিকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তিনজন এগিয়ে যেতেই পিছন থেকে ভেসে আসে পাপারাৎজিদের আওয়াজ।তখনই জেহ ঘুরে তাকিয়ে বলে ওঠে, 'আরে, চিৎকার করো না তো।'
করিনা ও ন্যানি সঙ্গে সঙ্গে জেহকে থামানোর চেষ্টা করতে থাকেন। করিনাকে শেষ দেখা গিয়েছে ২০২৪-এ মুক্তিপ্রাপ্ত সিংহম এগেইন-এ। করিনার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় ফটোশ্যুটের একাধিক নজির। কখনও দেশি লুক তো কখনও পশ্চিমী পোশাকে লা-জবাব করিনা কাপুর খান।