Kareena Intimate scene: পারিবারিক চাপ না নিজস্ব সিদ্ধান্ত? যৌন দৃশ্যে কেন অভিনয় করেন না? কারন বাতলালেন করিনা

Kareena On sex Scene: পর্দায় কখনও যন দৃশ্যে অভিনয় করবেন না করিনা। আমেরিকান অভিনেত্রী ও লেখিকা Gillian Anderson-কে এমনটাই বললেন নবাব বেগম। এর নেপথ্যে কোন কারন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
'আমি কাজ করব তবেই যদি...', বলিউডের এই তারকারা প্রযোজকদের সামনে এসব অদ্ভুত শর্ত রাখেন

যৌন দৃশ্যে কেন অভিনয় করেন না?

Kareena Kapoor Khan: চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময় তারকাদের ছক ভাঙতে হয়। আর সেই ছকভাঙা চরিত্রে অভিনয় করতে ভালবাসেন রূপোলি দুনিয়ার তারকারা। গল্পের প্রয়োজনে নায়ক-নায়িকার অন্তরঙ্গতা এমনকী যৌন দৃশ্যও ফুটে ওঠে সিনেমার পর্দায়। তবে বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যাঁরা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও ঘনিষ্ঠে দৃশ্যে আজও অভিনয় করতে নারাজ। সেই তালিকার অন্যতম সংযোজন নবাব বেগম করিনা কাপুর খান। অন স্ক্রিন সেক্স বা যৌনতা নিয়ে পূর্ব ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে কতটা ফারাক সেই নিয়ে সম্প্রতি মত প্রকাশ করেছেন বেবো। একইসঙ্গে আরও একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, কোনওদিন পর্দায় কোনও নায়কের সঙ্গে অন স্ক্রিন যৌন দৃশ্যে অভিনয় করবেন না। 

Advertisment

আমেরিকান অভিনেত্রী ও লেখিকা Gillian Anderson-এর সঙ্গে অন স্ক্রিন যৌনতা নিয়ে কী কথপকথোন হল করিনার? তিনি সইফ ঘরণীর কাছে জানতে চান, অভিনয়ের ক্ষেত্রে তাঁর কী কী সীমাবদ্ধতা রয়েছে? তিনি সনেমার পর্দায় যৌন দৃশ্য ফুটিয়ে তুলতে স্বাচ্ছন্দ্য? করিনার জবাব, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি, যৌন দৃশ্যে একটি ছবির জন্য কখনই অপরিহার্য হতে পারে না। এটা সম্পূর্ণ আমার নিজের বিশ্বাস। আমি এই ধরনের দৃশ্যে একদমই স্বাচ্ছন্দ্য নই। পশ্চিমী দেশে সবটাই খুব খোলামেলা। তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের ইচ্ছে কামনাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে মুক্তমনা। '

Advertisment

যৌনতা নিয়ে করিনার মত, 'যৌনতা মানুষের একটা অভিজ্ঞতা। কিন্তু, সেটাকে আমরা সেভাবে দেখি না। পর্দায় এমন একটা দৃশ্য পরিবেশনের আগে যৌনতার প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু, যৌনতা নিয়ে ভারতীয় সমাজের একটা নির্বুদ্ধিতা আছে। আমরা আপনাদের মতো অতটাও খোলামেলা নই। পাশ্চাত্য সংস্কৃতি আর আমাদের সংস্কৃতির মধ্যে একটা বিরাট ফারাক আছে। হলিউডে যৌন দৃশ্য নিয়ে তেমন ছুতমার্গ নেই ঠিকই কিন্তু, আমরা এখনও অতটাও আধুনিক হয়ে উঠতে পারিনি। '

আইফার মঞ্চে প্রয়াত কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের ছবির গানে পারফর্ম করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন করিনা। এই মঞ্চেই শাহদের সঙ্গে 'জব উই মেট' মোমেন্টকে রিক্রিয়েট করেছেন বেবো। শাহিদের পাশে দাঁড়িয়ে করিনার কথা বলার মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন জুটির ভক্তরা তো আনন্দে একেবারে উচ্ছ্বসিত। তবে শাহিদের কথায়, তাঁদের প্রায়ই দেখা হয়। এটা নতুন কিছু নয়। গত বছর রোহিত শেট্টির সিংহম এগেইন-এ শেষ দেখা গিয়েছে করিনাকে। 

bollywood movie Bollywood News Kareena Kapoor Khan bollywood actress