Kareena Kapoor Khan: সৎ ছেলে ইব্রাহিম কেমন? এক শব্দেই করিনা বলে দিলেন আসল সত্যি...

Kareena Kapoor Khan to Iggy: দুই পুত্র সন্তানের মা হয়ে তিনি এখন জেরবার। দুজনের মারপিট দেখে রীতিমতো আতঙ্কে থাকেন বেগম জান। দুই পুত্র এখনও মাটির নিচে কথা বলে। তবে, আরেক ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kareena kapoor to ibrahim ali khan

Kareena to Iggy: কী বলছেন করিনা? Photograph: (Instagram)

Kareena kapoor Khan-Ibrahim ali khan: করিনা কাপুর খান দুই সন্তানের মা। তাঁর দুই ছেলেকে নিয়ে সংসার চলছে তীব্র গতিতে। শুধু তাই নয়, বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে যে কতটা তফাৎ সেই নিয়ে মাঝে মধ্যেই আলোচনা করেন বেবো। আর এবার, দুই ছেলেকে বাদ দিয়ে অন্য একজনকেই শ্রেষ্ঠত্বের তকমা দিলেন। অভিনেত্রী, কাকে নিয়ে এত সরব?

Advertisment

সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় তাঁর। যদিও বা অভিনেতার এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু করিনা যে তাঁর পছন্দের মানুষটাকে বিয়ে করে দারুণ সুখে আছেন সেকথা পরিষ্কার। বরং, দুই পুত্র সন্তানের মা হয়ে তিনি এখন জেরবার। দুজনের মারপিট দেখে রীতিমতো আতঙ্কে থাকেন বেগম জান। কিন্তু দুই পুত্র এখনও মাটির নিচে কথা বলে। তবে, আরেক ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর। তাঁর জন্মদিনে, বেবো এমন কিছু শোনালেন, যাতে...

পতৌদি পরিবারের বউ করিনা, কোনোদিনই সইফের আগের পক্ষের ছেলেমেয়েদের সঙ্গে সৎ মায়ের মত আচরণ করেননি। বরং সারা আলি খান এবং ইব্রাহিম দুজনেই তাঁর আরেক সন্তানের মতো। পারিবারিক অনুষ্ঠানে সবসময় তাঁদের খেয়াল রাখেন তিনি। দুই ছেলের সঙ্গেই বড় দাদা-দিদিদের সম্পর্ক বেশ মজবুত করেই গড়ে তুলেছেন তিনি। তাই তো, যখন সইফ তাঁর সন্তান ইব্রাহিমের নতুন শুরুতে আনন্দে ডগমগ, তখন করিনা কী বলছেন?

ইব্রাহিম পর্দায় আসছেন। খুশি কাপুরের সঙ্গে নাদানিয়া ছবিতে তাঁকে দেখা যাবে। করণ জোহরের ছবিতে একদম রোমান্টিক গল্পে তারা জুটি বেঁধেছেন। একসময় শর্মিলা বলেছিলেন, ইব্রাহিম সেই বংশধর যিনি আসলেই পতৌদির মত দেখতে। করিনা কাপুর খান ইব্রাহিমের জন্মদিনে লিখছেন...

Advertisment

"শুভ জন্মদিন আমাদের বেস্ট ছেলে। আমি একদম অপেক্ষা করতে পারছি না, তোমায় সিলভার স্ক্রিনে দেখার জন্য। আশা করছি আগুন জ্বলবে স্ক্রিনে, আর তোমায় অনেক ভালবাসা।"  অন্যদিকে, উঠতি অভিনেতা তাঁর সৎ মায়ের উদ্দেশ্যে লিখছেন... "ধন্যবাদ k! তোমাকেও ভালবাসা।" একথা অনেকেই জানেন, যে তাঁরা করিনাকে না তো মা বলে ডাকেন, না কাকিমা বলে ডাকেন। তাঁরা তাঁকে ভালবেসে নাম ধরেই ডাকেন।

Ibrahim Ali Khan Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor Bollywood Celeb Home