আমির-মাধবন ও শরমন একসঙ্গে! তিনজনের ভাইরাল ভিডিও সমাজমাধ্যমে ঝড় তুলেছে। রাজু হিরানীর ‘থ্রি ইডিয়টস’ একসঙ্গে? এই দৃশ্য দেখেই চোখ কপালে করিনা কাপুরের। সঙ্গে নিলেন আরেক তারকাকে।
আমির, মাধবন এবং শরমনের পরনে লাল পোশাক। বয়স বাড়লেও তিনজনের মধ্যেই পুরনো চার্ম রয়েই গেছে। আর এসবের মাঝে করিনা কাপুর বাদ! এই ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। কিছুদিনের জন্য ছুটি কাটাতে বাইরে গিয়েছিলেন, তারমধ্যে এতসব হয়ে গেল? ভয়ঙ্কর রেগে গিয়েছেন করিনা। সমাজমাধ্যমে সরব অভিনেত্রী। কী বললেন তিনি?
করিনা সোজা প্রশ্ন করলেন, “এই তিনজনের কোনও প্ল্যান নেই তো? কিছু একটা তো রয়েছেই, যা লোকানো হচ্ছে আমাদের থেকে। আমি জানি এটা ছবির প্রোমোশন নয়। আমার মনে হচ্ছে কোনও সিকুয়াল এর প্ল্যানিং চলছে। তাও আমায় ছাড়া! কীভাবে সম্ভব এটা? আমার মনে হয় বমন নিজেও জানে না”। এই বলেই বমন ইরানিকে ফোন লাগান তিনি।
আরও পড়ুন [ ‘দাদা চলে গেলেন…!’ আক্ষেপের শেষ নেই প্রদীপের ‘নটি’ কঙ্গনার, শোকাতুর বিদ্যাও ]
সত্যিই থ্রি ইডিয়টের সিকুয়াল আসছে? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রশ্নের ছড়াছড়ি। কেউ বলছেন আসুক আবার কেউ বলছেন না। যদিও এই তুমুল জনপ্রিয় ছবির সিকুয়াল হলেও যে দর্শক সিনেমা হোলে দৌড়াবেন এই নিয়ে সন্দেহ নেই। কেউ বললেন, আমার তো শুনেই মন ভাল হয়ে গেল! আবার কেউ বললেন, বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরমার হবে।
মজার ছলে কেউ কেউ আবার জাস্টিস ফর করিনা বলেও পোস্ট করতে শুরু করলেন। তাঁদের কথায়, যদি ‘থ্রি ইডিয়টস’ সিকুয়াল হয়, তবে করিনা ছাড়া একেবারেই সম্ভব নয়। যদিও, পরিচালকের তরফে এমন কোনও খবর মেলেনি।