New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/22/aYoLVvqi6fQbsgKnkCBR.jpg)
সিঁথিতে সিঁদুর-সইফের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি
সিঁথিতে সিঁদুর-সইফের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি
Kareena Kapoor Look: ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে পতৌদি পরিবার। পারিবারিক সুরক্ষার স্বার্থে জেহ-তৈমুরকে লাইমলাইট থেকে একদম দূরে রাখছেন করিনা। বাড়ির নীচে সেলেব পাপারাৎজ্জিদের আনাগোনাতেও রয়েছে নিষেধাজ্ঞা। এর মাঝেই প্রথমবার হাতে হাত রেখে পার্টিতে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন সইফিনা।
হাসি মুখে সেলেব পাপারাৎজ্জিদের দিকে পোজও দিয়েছেন রয়্যাল কাপল। সইফের সঙ্গে প্যাপেদের সঙ্গে পোজ দেওয়ার পর হাতজোড় করে ধন্যবাদ জানিয়েছেন করিনা কাপুর খান। অভিনেতা আদার জৈনর ওয়েডিং পার্টিতে ছিল তারকাদের চাঁদের হাট। সকলের মাঝে কেন ফোকাসে নবাব বেগম করিনা কাপুর খান?
নেপথ্যে নবাব বেগম করিনার পার্টি লুক। উজ্জ্বল লাল বর্ণের শাড়ি- স্লিভলেস ব্লাউজ, মানাইসই জুয়েলারি, কপালে ছোট্ট লাল টিপ আর সিঁথিতে সিঁদুর। এই ট্রাডিশনাল লুকে যেন আরও গ্ল্যামারাস বেবো। সাবেক সাজে আগেও নজর কেড়েছেন সইফ পত্নী। কিন্তু, আদার জৈনর পার্টিতে 'এক চুটকি সিন্দুর'-যেন করিনার সৌন্দর্যকে আরও একটু তোল্লাই দিয়েছে।
আদার জৈন-র বিয়ে উপলক্ষে এখন সেলিব্রেশন মুডে পতৌদি পরিবার। তারকা পরিবারে যখন বিয়ের অনুষ্ঠান তখন সাজসজ্জায় যে বিশেষত্ব থাকবে সে কথা বলার অবকাশই থাকে না। শাড়ি-গয়নায় থাকে বিশেষ চমক। আদার জৈন-র ওয়েডিং পার্টিতে যখন করিনাকে নিয়ে চর্চা হচ্ছে তখন জেনে নেওয়া যাক তাঁর লাল শাড়ির দাম কত? মিডিয়া রিপোর্ট মোতাবেক, রীতু কুমারের দেড় লাখের শাড়িতে গ্ল্যাম ডল করিনা। তাঁর লুকের তারিফ করেছেন ভক্তরা।
অনুরাগীদের একাংশের মতে, ওয়েডিং পার্টিতে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল করিনাকেই। কারও মতে আবার, সিঁথির সিঁদুরই করিনার সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। বহুদিন পর সইফিনাকে একসঙ্গে হাসিখুশি দেখে খুশি জুটির অনুগামীরা। প্রসঙ্গত, ২০২৩-এ সোশ্যাল মিডিয়ায় আদার জৈনর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন আলেখা। গত বছরই গোয়ায় খ্রীষ্টান মতে বিয়ে সেরেছেন আদার-আলেখা। এবার হিন্দু মতে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন।