scorecardresearch

‘ডিভোর্সি’কে বিয়েতে ভয়, দু-বার সইফের প্রস্তাব ফেরান করিনা

কীভাবে ভয় কেটেছিল তাঁর? জানালেন নিজেই

‘ডিভোর্সি’কে বিয়েতে ভয়, দু-বার সইফের প্রস্তাব ফেরান করিনা
সইফ আলি খান – করিনা কাপুর খান

বলিউডের বহু চর্চিত প্রেমের গল্প বলতে সইফিনার প্রসঙ্গ উঠবেই- এত বছরের প্রেম তারপর বিয়ে। লাদাখে দুবার প্রস্তাব, রোম্যান্টিক পরিবেশেও সইফকে ( Saif ali Khan ) একরকম না-ই বলেছিলেন করিনা? ( Kareena Kapoor Khan ) কিন্তু কেন?

আজ তাদের সম্পর্কের বাঁধন দেখলে কেউ বলবেই না, যে এককালে তাদেরকেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল! সাক্ষাৎকারে করিনা বলেন, টশান ছবির শুটিং চলাকালীন বিয়ের প্রস্তাব দেন সইফ। তবে প্রথম থেকে একরকম লোকের কথাতেই দোনামোনায় ছিলেন অভিনেত্রী। দোজবরে বিয়ে করতে অনেকেই না করেছিলেন করিনাকে।”আগের পক্ষের দুই সন্তান রয়েছে, ডিভোর্সি- তুমি সত্যিই একে বিয়ে করতে চাও?” সতর্ক বার্তা কম আসেনি।

করিনার প্রশ্ন ছিল একটাই, “কাউকে ভালবাসা কী খুব অন্যায়? বিয়ে করাও কী অন্যায়? করে তো ফেলি, দেখা যাক কী হয়।” প্রতিকুলতা কাটিয়ে বিয়ে হয়েছিল। তাদের দুজনের বিয়ে করা উচিত, বারবার একই বক্তব্য রেখেছিলেন সইফ। মানুষটাকে চেনেন না, জানেন না হঠাৎ করে কীভাবেই বা বিয়ে করেন? তবে সময় নিয়েছিলেন, হালকা না করেছিলেন বটে তবে তাঁকে জানার ইচ্ছে ছিল প্রবল।

আপাতত দিব্য সুখে আছেন তাঁরা। জেহ এবং তৈমুরের মত দুই ফুটফুটে সন্তানের বাবা মা। এদিকে করিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্কও বেশ ভাল। একসঙ্গে পারিবারিক সময় কাটাতেও দেখা যায় তাদের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kareena kapoor was confused about marrying saif cause he has been divorced