Advertisment

Karenjit Kaur The Untold Story of Sunny Leone teaser: পাশের বাড়ির মেয়ে থেকে হট স্টার

Karenjit Kaur The Untold Story of Sunny Leone teaser: সনজুর বায়োপিক যখন হিট, তখনই জানা গেল, সানি লিওনির জীবনী প্রকাশ পাবে ছোট পর্দায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunny Leone

বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির।

সনজুর বায়োপিক নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে ঠিক তখনই প্রকাশিত হল ভারতের বহুলচর্চিত অ্যাডাল্ট স্টার সানি লিওনির বায়োপিকের টিজার। নাম, 'করণজিৎ কৌর, দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি'র টিজার।

Advertisment

তবে বড় পর্দায় নয়, সানি লিওনির জীবনী নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। যে সিরিজের পরতে পরতে রোমাঞ্চ। এক পাশের বাড়ির মেয়ে কী ভাবে হয়ে উঠলেন পুরুষদের রাতঘুম কেড়ে নেওয়া ভারতীয় নারী, সে কাহিনি ধরা পড়বে এই ওয়েব সিরিজে।

৪০ সেকেন্ডের প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে সানির বিভিন্ন বয়সের ছবি। এ ওয়েব সিরিজে দেখা যাবে কীভাবে এক নাবালিকা ব্যবহৃত হয়েছে পুরুষের মনোরঞ্জক হিসেবে।

সেই টিজার নিজেই টুইট করেছেন সানি লিওনি:

আরও পড়ুন, Sanju movie review: রণবীর কাপুর অভিনীত এই ছবি চিত্তাকর্ষক

সোশাল মিডিয়ায় এই সিরিজেও ছবিও পোস্ট করেছেন নায়িকা।

তবে এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সানি লিওনি বলেছিলেন, ''জি একটা অন্যরকম গল্প চাইছিল। আর আমার জীবন তো চিত্রনাট্যের মতো। তারা নিশ্চিতভাবেই খুশি হয়েছেন। তবে প্রথম সিজন জনপ্রিয় হলে আরও বেশি সিজনের কথা ভাবা যাবে''।

এখন সানির হাতে প্রচুর কাজ। তামিল ছবি বীরমহাদেবীতে দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য তলোয়ার চালানো, ঘোড়া চালানোও শিখছেন তিনি। হিন্দি, মালয়ালাম, কন্নড় ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। আর জি ইন্ডিয়ায় 'করণজিৎ কৌর, দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি'র প্রিমিয়ার ১৬ জুলাই।

Sunny Leone Jio Rockers 9xmovies
Advertisment