Karishma Kapoor: প্রাক্তন স্বামীর প্রথম স্ত্রীর মুখোমুখি করিশ্মা? ভাইয়ের বিয়েতে গিয়ে কী কাণ্ড হল...?

Karishma kapoor News: ভাই আদর জৈনের বিয়ের প্রাক অনুষ্ঠানে গিয়ে যে সঞ্জয়ের প্রথম স্ত্রীর সঙ্গে মুখোমুখি হবেন তিনি, একথা ভাবতেও পারেন তিনি। করিশ্মা কাপুরের প্রতিক্রিয়া কী ছিল তাঁকে দেখার পর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Karishma kapoor at adar jain wedding, ex husband's first wife was there

Karishma kapoor: সেকি কাণ্ড? কী কী দেখতে হল করিশ্মাকে? Photograph: (ফাইল চিত্র )

 কথায় বলে, পৃথিবী নাকি গোল। কখন কোথায় কার সঙ্গে দেখা হয় যায়, বোঝা সম্ভব না। অন্তত, এবার করিশ্মা কাপুরের সঙ্গে ঠিক সেটাই হয়েছে। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে যে এহেন এক কান্ড ঘটবে, যেন ভাবতেও পারেননি তিনি। একরকম সতীনের সঙ্গে যে তাঁর দেখা হয়ে যাবে, একথা ভাবতে পেরেছিলেন তিনি?

Advertisment

করিশ্মা কাপুরের ২০০৩ সালে বিয়ে হয় সঞ্জয় কাপুরের সঙ্গে। তারপর সেই বিয়ে বেশিদিন টেকেনি। যদিও তাঁদের দুজনের সন্তান রয়েছে, এবং তাঁদেরকে একাই প্রায় মানুষ করেন করিশ্মা। কিন্তু, ভাই আদর জৈনের বিয়ের প্রাক অনুষ্ঠানে গিয়ে যে সঞ্জয়ের প্রথম স্ত্রীর সঙ্গে মুখোমুখি হবেন তিনি, একথা ভাবতেও পারেন তিনি। করিশ্মা কাপুরের প্রতিক্রিয়া কী ছিল তাঁকে দেখার পর? আসলে, সবটাই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

গতকাল ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে করিশ্মা এবং করিনা দুই বোন একসঙ্গে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই সঞ্জয়ের প্রথম স্ত্রী নন্দিতা মহাতানির সঙ্গে যে দেখা হয়ে যাবে, সেকথা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। নন্দিতা, যিনি পেশায় একজন ডিজাইনার, একসময় দারুণ বন্ধু ছিলেন করিশ্মা কাপুরের। এমনকি, অভিনেত্রী তো তাঁর স্টোরেও যেতেন ইচ্ছেমত। কিন্তু, সঞ্জয়ের সঙ্গে যখন ডিভোর্স হচ্ছে করিশ্মার তখন মুখ খোলেননি নন্দিতা। একটা সময় যেখানে তাঁরা এত ভাল বন্ধু ছিলেন, সেখানেও চুপ ছিলেন মমতা।

Advertisment

গতকাল তিনি এসেছিলেন করণ জোহরের সঙ্গে। পরনে সাদা রঙের আইভরি লেহেঙ্গা, এবং তাঁকে দেখতে লাগছিল বেশ সুন্দর। শুধু তাই নয়, করণের সঙ্গে যেহেতু এসেছিলেন, সেই কারণেই নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন করিশ্মার ভাল বন্ধু তো করণ নিজেও। তারপরেও এটা কী করে সম্ভব? আবার কেউ বলছেন, এটা দেখার জন্যই তো সকলে বসে ছিলেন।

উল্লেখ্য, এই নন্দিতা একসময় করিশ্মা কাপুরের ভাই রণবীর কাপুরের সঙ্গেও প্রেম করতেন। তখন সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন রণবীর। এবং কাপুর তনয় নিজেও স্বীকার করেছিলেন, যে নন্দিতার ওপর হালকা ভালবাগা ছিল তাঁর।

Bollywood Actor karishma Kapoor