Karishma Kapoor-Sanjay Kapur Murdered: করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা

Karishma kapoor ex husband: পারিবারিক ড্রামার মাঝেও ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি দাবি করেছেন, ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সঞ্জয়কে।

Karishma kapoor ex husband: পারিবারিক ড্রামার মাঝেও ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি দাবি করেছেন, ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সঞ্জয়কে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Karishma Kapoor Ex Husband Murdered: ১২ জুন পোলো খেলার সময় মৌমাছি গিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। ২২ জুন রবিবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত দিল্লির তাজ প্যালেস হোটেলে শোকসভার আয়োজন করা হয়েছিল। মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। সঞ্জয়ের মৃত্যুর পর উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সঞ্জয় কাপুরের উত্তরাধিকার নিয়ে নাকি বিরোধ তুঙ্গে। ৩০,০০০ কোটির সম্পত্তি থেকে কত পাবে করিশ্মার সন্তানরা সেই নিয়েও চলছে চর্চা। বর্তমান স্ত্রী প্রিয়ার সোশ্যাল মিডিয়ায় নাম বদলে লিখেছেন প্রিয়া সঞ্জয় কাপুর আর সৎ মেয়েরও উপাধি বদলে গিয়েছে! পারিবারিক ড্রামার মাঝেও ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি দাবি করেছেন, ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সঞ্জয়কে।

Advertisment

কাপুর পরিবারের অন্দরের কাহিনি তো যে কোনও বলিউডি ছবির চিত্রনাট্যকেও যেন হার মানাচ্ছে। রোমাঞ্চ, রহস্য আর পারিবারিক সংঘর্ষে ভরা পারিবারিক ব্যবসা দখলের লড়াই এখন পেজ ৩ খবরের হট কেক। সংস্থার চেয়ারম্যান প্রয়াত   সঞ্জয় কাপুরের মা রানি কাপুরের অভিযোগ, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এনডিটিভির হাতে আসা এক চিঠিতে রানি কাপুর দাবি করেছেন, তাঁর কাছে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যা প্রমাণ করতে পারে এটি নিছক দুর্ঘটনা নয়। প্ররোচনা, ষড়যন্ত্র, জালিয়াতি ও জাল সইয়ের মিলিত ফল সঞ্জয়ের আকস্মিক মৃত্যু। তিনি আরও দাবি করেছেন, তাঁর কাছে এমন কিছু নথি রয়েছে যা সম্পত্তি হস্তান্তর এবং অবৈধ আইনি পদক্ষেপের প্রমাণ দেয়। এমনকি কিছু ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ঘটনার সঙ্গে জড়িতও থাকতে পারেন।

রানি কাপুরের এই অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সঞ্জয় কাপুর। তিনি ওই চিঠিতে লিখেছেন, এমন বহু তথ্যপ্রমাণ রয়েছে যা দেখে মনে হচ্ছে এটি একটি সমন্বিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। যেখানে যুক্তরাজ্য, ভারত এবং সম্ভবত আমেরিকারও একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত। তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আর্জি করেছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক। যুক্তরাজ্যের আইনের অধীনে খুন, ষড়যন্ত্র, ভুয়ো প্রতিনিধিত্ব, জালিয়াতির মতো একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। তাই রানি কাপুর অবিলম্বে একটি ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরুর আবেদন করেছেন।

Advertisment

আরও পড়ুন সঞ্জয়ের মৃত্যুমাসেই করিশ্মার জন্মদিন, প্রাক্তন স্বামীর অকাল প্রয়াণের পর প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রীর

এই অভিযোগ মূলত সামনে আসে যখন রানি কাপুর সোনা কমস্টারের বোর্ডকে একটি ই-মেইল পাঠিয়ে বার্ষিক সাধারণ সভা পিছিয়ে দেওয়ার কথা বলেন। তিনি নিজেকে সোনা কমস্টার ও সোনা BLW-এর মেজরিটি শেয়ারহোল্ডার" বলে দাবি করেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, 'আমি যখন পুত্রবিয়োগের শোকে বিহ্বল, তখন আমাকে জোর করে কিছু নথিতে সই করানো হয়।' 

আরও পড়ুন জটিলতা কাটিয়ে মৃত্যুর এক সপ্তাহ পর শেষকৃত্য, প্রাক্তন স্বামীকে শেষবার দেখতে দিল্লিতে করিশ্মা

প্রিয়ার নাম না করে সঞ্জয়ের মা বলেছেন, যাঁরা পরিবারের পক্ষ থেকে কথা বলছেন তাঁরা বলপূর্বক তাঁকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। এদিকে আবার জানা গিয়েছে ২০১৯ সালের মে মাসের একটি "সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ" ঘোষণাপত্রে বলা হয়েছে সঞ্জয় কাপুরই ছিলেন একমাত্র মালিক। এখনও পর্যন্ত প্রিয়া সাচদেব কাপুর এ বিষয়ে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন প্রাক্তন স্বামীর শেষ যাত্রায় করিশ্মা, ছেলে কিয়ানের কান্না থামাতে মরিয়া সইফ-করিনা! ভাইরাল ভিডিও