/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ranbir-1.jpg)
রণবীর-করিশ্মা
ভাইয়ের থেকেও প্রিয় তিনি। বলিউড অভিনেত্রীর মন্তব্যে চোখ বাঁকালেন অন্যান্য তারকাই। নিজের ভাইয়ের থেকেও প্রিয় যিনি, তাঁর সঙ্গে আসলে জোর টক্কর রয়েছে। কান্ড ঘটিয়েছেন রণবীর এর দিদি করিশ্মা কাপুর।
গতকাল রকি আউর রানি কি প্রেম কাহিনীর স্পেশ্যাল স্ক্রিনিং উপলক্ষে গোটা মুম্বাই শহরের তারকারা হাজির ছিলেন ধর্ম প্রোডাকশনের অফিসে। সেখানেই করিশ্মা কাপুর, দুই সুপারস্টারের সঙ্গে ছবি তুললেন তিনি। একদিকে, ছবির হিরো রণবীর সিং। অন্যদিকে ছবির হিরোইন আলিয়ার স্বামী এবং তাঁর ভাই রণবীর। কিন্তু, দিদি হয়েও মনের কাছে জায়গা দিলেন অন্যজনকে।
আরও পড়ুন < ‘আমি কানে কালা নই..’, ফের অগ্নিশর্মা জয়া বচ্চন! দিলেন ধমকও.. >
ভাই রণবীর এমনিও করিশ্মার বেশ কাছের। কিন্তু গতকাল রক্তের সম্পর্কের থেকেও মনের সম্পর্ককে বেশি আমল দিলেন তিনি। দুই রণবীরের সঙ্গে ছবি আপলোড করেই লিখলেন, একজন আমার মনের কাছের। আরেকজন আমার রক্তের। রকি আমার মনে রয়েছে আর রনবীরের সঙ্গে রক্তের সম্পর্ক। ছবিতে তিনজনেই হাসিমুখে।
কিন্তু, দুই রণবীরকে একসঙ্গে দেখে আজও চোখ কপালে তোলেন বেশ কিছু অনুরাগী। দীপিকার প্রাক্তন রণবীর কাপুর কিনা বিরাট বন্ধুত্ব গড়ে তুলেছেন তাঁর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে। দিদি করিশ্মার মন্তব্যে কিছুটা অদ্ভুত আচরণ করলেন করিনা নিজেও। রক্তের সম্পর্ক মনের কাছের নয়? এদিকে, অনুরাগীরা বলছেন, এই তিনজন একসঙ্গে একটি সিনেমায় হলে আগুন জ্বলে যাবে।