/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/sanju-75911.jpg)
যতই হইচই হোক না কেন, ছবিতে একটি চরিত্র নিয়ে গোড়া থেকেই চুপ টিম সঞ্জু। অভিনেত্রী করিশমা তন্নার চরিত্র।
টিজার লঞ্চ হওয়ার সময় থেকেই রাজকুমার হিরানীর এই ছবি নিয়ে চর্চা বলিউডে। তবে যতই হইচই হোক না কেন, ছবিতে একটি চরিত্র নিয়ে গোড়া থেকেই চুপ টিম সঞ্জু। অভিনেত্রী করিশমা তন্নার চরিত্র। শোনা গিয়েছে মাধুরী দীক্ষিতের ভূমিকায় পর্দায় দেখা মিলবে তাঁর। এবার তিনি মুখ খুললেন সঞ্জু নিয়ে। করিশমা জানালেন, "এটুকু বলতে পারি, ছবিতে আমার রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে বেশি কিছু বলা বারণ।"
সঞ্জয় দত্তের এই বায়োপিকের ট্রেলার বেরোনোর সময়ও সামনে এসেছিল বেশ কয়েকটি চরিত্র। কিন্তু তখনও লুকোছাপা ছিল করিশমার চরিত্র নিয়ে। শুধু তাই নয়, অভিনেত্রী নিজেও গরহাজির থেকেছেন ছবির সমস্ত ইভেন্টে। তবে কী তিনি অভিমান করেছেন? করিশমার উত্তর, "মোটেই না! আমি জানি রাজু স্যারকে। সই করার সময়ই জানতাম কিসের জন্য করছি।এটাও জানতাম, আমার চরিত্রকেও প্রমোট করা হবে। তাই কষ্ট পাওয়ার কোনও কারণই নেই।" তিনি আরও বলেন, "রাজু স্যার আমায় পরিস্কার করে বলেছিলেন আমার চরিত্র নিয়ে প্রচুর জল্পনা হবে। তবে সত্যি বলতে এই ফিসফিসানিটা আমি এনজয় করছি। এটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম।"
আরও পড়ুন: Gold trailer release date: ভারতের অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন
কাজেই মাধুরী দীক্ষিতের ভূমিকায় অভিনয় করছেন কী না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন করিশমা। তবে সম্প্রতি তিনি বলেছেন, ডান্সিং ডিভার বায়োপিক যদি কখনও তৈরি হয়, তিনি তাতে অভিনয় করতে চান। "ওঁকে পারর্ফম করতে দেখাটা একটা ম্যাজিক্যাল অভিজ্ঞতা। আমারও নাচের প্রতি আর্কষণ রয়েছে," বলেছেন তিনি। প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় শো 'নাগিন থ্রিতে' দেখা যাচ্ছে করিশমাকে। এছাড়াও 'কয়ামত কি রাত হ্যায়' ছবিতেও অভিনয় করছেন তিনি।