Karisma Kapoor Ex Husband: 'ডিভোর্সের মামলা চলাকালীন...', করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুর পর প্রকাশ্যে আর কোন কঠিন সত্য?

Sanjay Kapur-Priya Sachdev: করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলাকালীন কতটা কঠিন পরিস্থিতিতে ছিলেন সঞ্জয়, বাবার মৃত্যুর পর কী ভাবে ব্যবসা সামলেছেন এইরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়া। এই মুহূর্তে সাম্প্রতিক অতীতের সেই সাক্ষাৎকার বেশ ভাইরাল।

Sanjay Kapur-Priya Sachdev: করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলাকালীন কতটা কঠিন পরিস্থিতিতে ছিলেন সঞ্জয়, বাবার মৃত্যুর পর কী ভাবে ব্যবসা সামলেছেন এইরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়া। এই মুহূর্তে সাম্প্রতিক অতীতের সেই সাক্ষাৎকার বেশ ভাইরাল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
fff

Sanjay Kapur: ভাইরাল করিশ্মার প্রাক্তন স্বামীর তৃতীয় স্ত্রী প্রিয়ার বক্তব্য

Priya Sachdev: দিনটা ছিল ১২ জুন। পোলো খেলার সময় মৌমাছি গিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। ২২ জুন রবিবার ২২ জুন বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত দিল্লির তাজ প্যালেস হোটেলে শোকসভার আয়োজন করা হয়েছিল। সঞ্জয়ের পরিবার ও করিশ্মা-করিনা সইফ-নেহা ধুপিয়া সেই শোকসভায় উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, সঞ্জয়ের মৃত্যুর পর শোকসভাতেই প্রথমবার ক্যামেরাবন্দি হন বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। স্বামীর মৃত্যুর পর সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়া। তবে এই মুহূর্তে সাম্প্রতিক অতীতের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল। করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলাকালীন কতটা কঠিন পরিস্থিতিতে ছিলেন সঞ্জয়, বাবার মৃত্যুর পর কী ভাবে ব্যবসা সামলেছেন এইরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়া। 

Advertisment

ইউটিউব চ্যানেল Kin and Kindness-এ প্রিয়া বলেছিলেন, '২০১৫ সালে যখন আমরা সম্পর্কে ছিলাম তখন সঞ্জয় ওঁর বাবাকে হারায়। সব গুরুদায়িত্ব চলে আসে সঞ্জয়ের কাঁধে। জার্মানিতে যে ব্যবসাটা ছিল সেটা সামলানোর জন্য আর কেউ ছিল না। আমার সঙ্গে সঞ্জয়ের ব্যবসা সংক্রান্ত যাবতীয় আলোচনা হত। এক অপরকে বিজনেস আইডিয়া শেয়ার করতাম। বাড়ি আর অফিস একসঙ্গে সামলানোর জন্য আমি যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করতাম। ব্যবসার বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো সবসময় ওঁর সঙ্গে আলোচনা করতাম।' 

আরও পড়ুন এক সুতোয় প্রাক্তন-বর্তমান, সঞ্জয়ের শোকসভায় একসঙ্গে প্রিয়া-করিশ্মা, দেখুন ভিডিও

Advertisment

বাবার মৃত্যুর পর কী ভাবে সঞ্জয় একা হাতে সংসার আর ব্যবসা সালনেছিলেন সেই দিনগুলোর কথা বলতে গিয়ে প্রিয়া বলেন, 'সঞ্জয় তখন নিজে একজন বাবা, একইসঙ্গে নিজের বাবাকেও আচমকা হারিয়েছে। ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। তখনই আবার বিবাহবিচ্ছেদ মামলাও চলছে। সে এক মারাত্মক পরিস্থিতি আর আমি তার সাক্ষী। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তৈরি করতে সফল হয়েছে।' দুবার বিবাহবিচ্ছিন্ন সঞ্জয়কে কেন পছন্দ হয়েছিল প্রিয়া সচদেবের?

আরও পড়ুন 'আর কখনও আমাদের...', করিশ্মার প্রাক্তন স্বামীর প্রয়াণের ১০ দিন পর প্রকাশ্যে কোন সত্য?

সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার মনে হয়েছিল ও একজন সৎ মানুষ। ওকে ভুল বোঝা হয়েছিল। ইন্ডাস্ট্রিতে ওঁর একটা সম্মান আছে। সঞ্জয়ের বাবা একজন লেজেন্ড আর তাঁর জুতোয় পা গলিয়ে সঞ্জয়ও সফল। ওঁর পরিবার নিয়ে আমরা প্রত্যেকে গর্বিত। অনেক সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তবে সেগুলো ওঁর পক্ষে ভালই হয়েছে।' পোলোর প্রতি সঞ্জয়ের ভালবাসা প্রসঙ্গে প্রিয়া জানান, সঞ্জয় প্রতি বছর ইংল্যান্ডে পেশাদার পোলো ম্যাচ খেলতেন। এই খেলা ছিল সঞ্জয়ের নেশা। 

Bollywood News karishma Kapoor