কৃষি বিলের প্রতিবাদে যখন দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। সেইসময় কৃষক বিরোধী টুইট করে বিতর্কে জড়ান অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরাবর বিতর্ককে সঙ্গে নিয়েই চলেন ক্যুইন অভিনেত্রী। কিন্তু সেই টুইটের জেরে যে বড় বিপাকে পড়বেন কঙ্গনা, তা মনে হয় বুঝতে পারেননি। এবার কর্ণাটকের আদালত কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে নির্দেশ দিল। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, আইনজীবী এল রমেশ নায়েকের মামলার ভিত্তিতে কর্ণাটকের তুমাকুরু জেলার আদালতের বিচারক পুলিশকে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৬ (৩) ধারায় মামলা শুরু করতে বলা হয়েছে পুলিশকে। কঙ্গনার কৃষক বিরোধী টুইটের অপরাধে এমন নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় কিয়াথাসান্দ্রা থানার সার্কেল ইনস্পেক্টরকে অবিলম্বে মামলা রুজু করতে বলা হয়েছে। এবং সেই এফআইআর কপি আদালতে জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন ‘কীভাবে তদন্ত এগোবে সেটাও কি এবার মিডিয়া বলে দেবে?’
কী এমন টুইট করেছিলেন কঙ্গনা রানাউত? গত ২১ সেপ্টেম্বর তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়, "যারা সিএএ-র সময় ভুয়ো তথ্য ও গুজব প্রচার করে দাঙ্গা বাধিয়েছিল, তারাই এবার দেশকে অশান্ত করার জন্য কৃষি বিল নিয়ে মিথ্যা রটাচ্ছে। ওরা সন্ত্রাসবাদী, আপনারা বুঝতেই পারছেন গুজব রটানোর জন্য কী কী করা হচ্ছে।" মামলাকারী আইনজীবী নায়েকের বক্তব্য, অভিনেত্রীর টুইট তাঁকে আহত করেছে। তাই তিনি মামলা দায়ের করেছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন