Kartik-Sreeleela Romance:১৯৯০-তে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকবাস্টার রোম্যান্টিক মুভি আশিকি। দীর্ঘ ২৩ বছর পর মোহিত সুরির পরিচালনায় মুক্তি পেয়েছিল আশিকি ২। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শকের চোখে এনেছিল। এবার অনুরগা বসুর নির্দেশনায় আসছে আশিকি ফ্রাঞ্চাইজির তৃতীয় ভাগ অর্থাৎ আশিকি ৩। দ্বিতীয় ও তৃতীয় পর্বের মধ্যে রয়েছে ১২ বছরের ব্যবধান।
/indian-express-bangla/media/post_attachments/a585c783-45b.jpg)
বড় পর্দায় ফের রোম্যান্টিক প্রেমিকযুগলের 'আশিকি' দেখার অপেক্ষায় দর্শক। তৃতীয় পর্বের নায়িকা বাছাইপর্ব নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকের নামই উঠে এসেছিল। শোনা গিয়েছিল পর্দায় অতিরিক্ত যৌনতা প্রদর্শন করার জন্য আশিকি ৩ থেকে বাদ দেওয়া হয়েছে তৃপ্তিকে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আশিকি ৩-এর প্রথম ঝলক।
কার্তিক আরিয়ানের সঙ্গে রোম্যান্সে মাতবেন দক্ষিণী সুন্দরী শ্রীলীলা। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক। পুষ্পা ২-র আইটেম গানে ঝড় তোলার পর এবার বড় পর্দায় কার্তিকের সঙ্গে 'আশিকি'-তে মজেছেন শ্রীলীলা। সিনেমার প্রথম ঝলকেই বাজিমাত।
আশিকি ২-এর নস্ট্যালজিয়া উসকে সেই গিটার হাতে নায়কের স্টেজে পারফর্ম। গাল ভর্তি দাড়ি, উসকোখুসকো চুল আর সিগারেটের ধোঁয়ার কুন্ডলি! কার্তিক আরিয়ানের এমন লুক আগে কখনও দেখেনি দর্শক। ভুলভুলাইয়া ৩-থেকেই নিজেকে বারবার ভেঙেচুরে দর্শকের দরবারে নিজের প্রতিভাকে মেলে ধরার প্রয়াস অভিনেতার। দিলওয়ালিতে মুক্তি পাবে অনুরাগ বসুর আশিকি ৩।
/indian-express-bangla/media/post_attachments/a52fe18f-302.jpg)
সিনেমার প্রথম ঝলকে রয়েছে কার্তিক-শ্রীলীলার রোম্যান্টিক মুহূর্তও। কখনও পাহাড়ি রাস্তায় বাইকের উপর উদ্দাম রোম্যান্স তো কখনও কার্তিকের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন শ্রীলীলা। অন্ধকারে কার্তিক যখন গিটারে সুর তুলছেন তখন তাঁর কাঁধে মাথা রেখে প্রেমে মগ্ন শ্রীলীলা। গাড়ির মাথায় উঠেও উদ্দাম প্রেমে মাতোয়ারা কার্তিক-শ্রীলীলার 'আশিকি'-র ঝলকও রয়েছে। সর্বোপরি এই রোম্যান্সে উষ্ণতার পারদ যোগ করেছে বিশাল মিশ্রার কণ্ঠে 'তু হি জিন্দেগি হে, তু হি আশিকি হে।'