Kartik-sreeleela: ব্যান্ডেজ বেঁধেই শ্রীলীলাকে নিয়ে বাইকে কার্তিক, পাহাড়ি ঠান্ডা আর ধোঁয়া ওঠা চায়ে জমে ক্ষীর 'আশিকি'

Aashiqui 3: প্রথমবার কার্তিকের সঙ্গে অন স্ক্রিন রোম্যান্সে মজবেন শ্রীলীলা। তার আগে চা বাগানের মাঝে তো 'আশিকি' একেবারে জমজমাট। এছাড়াও হাতে চোট নিয়েই শ্রীলীলার সঙ্গে বাইক ছোটাচ্ছেন কার্তিক।

Aashiqui 3: প্রথমবার কার্তিকের সঙ্গে অন স্ক্রিন রোম্যান্সে মজবেন শ্রীলীলা। তার আগে চা বাগানের মাঝে তো 'আশিকি' একেবারে জমজমাট। এছাড়াও হাতে চোট নিয়েই শ্রীলীলার সঙ্গে বাইক ছোটাচ্ছেন কার্তিক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পাহাড়ি ঠান্ডা আর ধোঁয়া ওঠা চায়ে জমে ক্ষীর 'আশিকি'

পাহাড়ি ঠান্ডা আর ধোঁয়া ওঠা চায়ে জমে ক্ষীর 'আশিকি'

Kartik-sreeleela Aashiqui 3 : বলি অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী সুন্দরী শ্রীলীলার রিয়েল লাইফ 'আশিকি' নাকি জমে ক্ষীর! বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে সম্পর্কের কানাঘুষো। গুঞ্জন উসকে কার্তিকের মা-ও বলেছেন, চিকিৎসক পুত্রবধূই তাঁর পছন্দের। শ্রীলীলাও তো ডাক্তারি পড়ার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন। সারা, জাহ্নবী, অনন্যা পাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের। সেসব এখন অতীত, শ্রীলীলার সঙ্গে কার্তিকের 'আশিকি'-ই এখন টক অফ দ্য টাউন।

Advertisment

 এর মাঝেই উত্তরবঙ্গ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চর্চিত কাপলের ছবি। কখনও চা বাগানের মধ্যে তো কখনও আবার শ্রীলীলীকে বাইকের পিছনে বসিয়ে কার্তিকের হিরোগিরি প্রকাশ্যে। তবে সেটা পুরোটাই শুটিংয়ের স্বার্থে। অনুরাগ বসুর আপকামিং ছবি আশিকি ৩-র শুটিংয়ে ব্যস্ত কার্তিক-শ্রীলীলা। শুটিংয়ের দৃশ্যই ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। ইন্ডাস্ট্রির এই নতুন জুটিকে দেখতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা।

Advertisment

কার্তিক-শ্রীলার নতুন ছবির  BTS সোশ্যাল মিডিয়ায় আছরে পড়তেই নেটিজেনদের নজর কেড়েছে কার্তিকের বাঁহাতের ব্যান্ডেজ। সেই অবস্থাতেই পুরোদমে শুটিং করছেন অভিনেতা। তবে কী ভাবে চোট লেগেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। অনেকে আবার মনে করছেন,চরিত্রের প্রয়োজনেও হাতে ব্যান্ডেজ বাঁধতে পারেন কার্তিক। আশিকি ৩-এর শুটিংয়ের আরও এক রোম্যান্টিক মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

প্রেমচর্চা উসকে দার্জিলিঙে শুটিংয়ের একটি দৃশ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কার্তিক। চা বাগানের মাঝে হালকা গোলাপি পোশাকে মুখ নীচু করে বসে আছেন শ্রীলীলা আর তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কার্তিক। সামনে দুটি কাঁচের গ্লাসে রাখা ধোঁয়া ওঠা চা। পাহাড়ি সৌন্দর্যের মাঝে প্রেমের আবেশ! প্রিয়তমাকে মনের কথা জানিয়ে কার্তিক লিখেছেন, 'তু মেরি জিন্দেগি হ্যায়'। রিল টু রিয়েল, কার্তিক-শ্রীলীলার কেমেস্ট্রি নিয়ে ভক্তদের উন্মদনার পারদ ক্রমশ চড়ছে সে কথা বলাইবাহুল্য। 

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Aashiqui 3 sreeleela Kartik Aaryan