Kartik-Sreeleela-Nora Fatehi: সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে তিনজনই অতীত। এই মুহূর্তে নাকি রিলের পাশাপাশি রিয়েল লাইফেও কার্তিকের আশিকি জমে উঠেছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে। আর সেই খবরে একপ্রকার সিলমোহর দিলেন অভিনেতার মা মালা তিওয়ারি। সদ্য অনুষ্ঠিত IIFA-এর মঞ্চে কার্তিকের সঙ্গে এসেছিলেন তাঁর মা। সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপিং ভাইরাল। যেখানে ছেলের জন্য কেমন বউমা পছন্দ সেটা বলেছেন মালা তিওয়ারি। তাঁর কথায়, 'আমাদের পরিবার একজন ভাল চিকিৎসক চায়।' ব্যাস! দুইয়ে দুইয়ে চার করে ফেলেছে কার্তিকের ভক্তরা। বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে কার্তিক-শ্রীলীলার প্রেমচর্চা চলছে। দক্ষিণী সুন্দরী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি ডাক্তারিও পড়ছেন। সেই গুঞ্জন উসকে কার্তিকের মায়ের এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও কার্তিক বা শ্রীলীলা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি।
অভিনেতার বোন ডঃ কৃতিকা তিওয়ারি মেডিক্যালে আরও একটি মাইলস্টোন অ্যাচিভ করলে তারকা পরিবারে তরফে হাউজ পার্টির আয়োজন করা হয়। সেখানেও দেখা মিলেছে শ্রীলীলার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিওটি-ও। অনুরাগ বসুর আপকামিং মুভি আশিকি ৩-তে কার্তিক-শ্রীলীলার অন স্ক্রিন রোম্যান্সের কয়েক ঝলকেই ঘায়েল নেটপাড়া। বাস্তবেও যে তাঁদের আশিকি জমে ক্ষীর সেই ইঙ্গিতই তো দিলেন কার্তিকের মা। এদিকে নোরা ফতেহি তো আইফার অনুষ্ঠানেই কার্তিকের সঙ্গে 'দুষ্টুমি' করলেন। প্রকাশ্যে জনতে চাইলেন, এই ইন্ডাস্ট্রিতে এমন কেউ আর বাকি আছে যার সঙ্গে কার্তিক ডেট করেননি? নোরার কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় অভিনেতার। পরক্ষণেই সকলের সঙ্গে তিনিও একেবারে হেসে কুটোপুটি।
একদম সামনের আসনেই বসে ছিলেন নোরা। করণ আর কার্তিক স্টেজ থেকে কিছুক্ষণের জন্য নেমে আসেন। মরোক্কান বিউটির সামনে এসে করণ প্রশ্ন করেন, 'তুমি ফার্স্ট ক্লাস টিকিটে লন্ডন যাচ্ছ?' নোরার পালটা ধামাকা, 'আমি কি তোমার সঙ্গে যাচ্ছি?' করণ সঙ্গে সঙ্গে বলেন, 'আমি এটা কার্তিকের কাছে জানতে চাইছি।' তিনি বলেন, 'করণ বা আমি কেউই নোরার সঙ্গে যাচ্ছি না।' সেই মুহূর্তে করণ মজা করে বলেন, 'যদি তুমি সিঙ্গল থাকতে তাহলে আমাকে কাল রাতেই বলতে পারতে।' সেই সুযোগেই নোরা কার্তিকের 'লেগ পুল' করেন। তিনজনের এই মজার কথপকথোনে হাসির রোল IIFA-এর মঞ্চে।