'কসৌটি জিন্দেগি কী'-র মুখ্য চরিত্রদের অবশেষে সামনে আনলেন একতা কাপুর। এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো মুক্তি পেয়েছে রবিবার। আর মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করছে এই প্রোমো। তবে কিং খান পরিচয় করালেন পার্থ সমথন ও এরিকা ফার্নান্ডেজের সঙ্গে। এক মিনিটের এই ভিডিও নস্ট্যালজিয়া ফিরিয়ে আসতে সক্ষম দর্শকের। বিশেষ করে সেই চেনা টাইটেল ট্র্যাক মনে করিয়ে দেয় অনেক বছরের পুরোনো সেই স্মৃতিগুলোকে। কলকাতার আশেপাশে শুট করা এই প্রোমো নিয়ে যাবে অনুরাগ-প্রেরণার জীবনকাহিনিতে। অভিনেতা যুগলের রসায়ন কিন্তু প্রোমোতেই জমে গিয়েছে। আসলে প্রথম লুক থেকেই একতা কাপুর কসৌটির জনপ্রিয়তা ছুঁতে় পেরেছেন।
প্রোমো শুরুই হয় শাহরুখ খানের প্রশ্ন দিয়ে। যেখানে তিনি জিজ্ঞেস করছেন, কেউ মন দিয়ে রেললাইন দেখেছেন কিনা! যেখানে দুটো লাইন মাইলের পর মাইল একসঙ্গে চলে কিন্তু কখনও মিলতে পারেনা। বলিউড বাদশা পরিচয় করালেন পার্থ ও এরিকাকে, অনুরাগ ও প্রেরণা হিসাবে। তিনি বলেন, এই জুটিও রেললাইনের মতই। যেখানে তাঁরা নিজেরা একসঙ্গে তো চলেন, কিন্তু মিলতে পারেন না।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'কসৌটি জিন্দেগি কী'-র প্রোমোও শেয়ার করেছেন একতা কাপুর।
A post shared by Ek❤️kzk N Lailamajnu (@ektaravikapoor) on
.
এর আগে এই রোমান্টিক সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে একতা জানান, "আমার মতে ভালবাসাই ক্লাসিক। বারবার বলা যেতে পারে এই গল্প। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে নতুন চরিত্ররা আসবে, কিছু পরিবর্তন আসবে ঠিকই, কিন্তু অনুভূতিটা সবসময় একই থাকতে হবে।” প্রসঙ্গত, ২০০১ সালে স্টার প্লাসে শুরু হয়েছিল ‘কসৌটি জিন্দেগি কী'। যার প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল শ্বেতা তিওয়ারি ও কানেজ খানকে। অনুরাগ ও প্রেরণার গল্পই সেই সময় এই শোয়ের টিআরপি বাড়িয়েছিল। এবার সেই গল্পকেই নতুন মোড়কে আনতে চলেছে বালাজি। চিত্রনাট্যকে সময়োপযোগী করতে চেয়েছেন একতা কাপুর।
আরও প়ড়ুন,আয়ুষ্মান খুরানা ও তাব্বুর ‘অন্ধাধুন’-এর ঝলক বলছে চোখ ফেরাতে পারবে না দর্শক
তবে অনুরাগ-প্রেরণার পর দর্শক অপেক্ষা করছেন কখন একতা কমোলিকাকে সামনে আনবেন। হিনা খানকে দেখা যাবে এই চরিত্রে। ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে রাত সাড়ে আটটায় দেখা যাবে 'কসৌটি জিন্দেগি কী'।