Advertisment
Presenting Partner
Desktop GIF

ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত ১২০জন, অতিথিদের RTPCR টেস্ট বাধত্যমূলক

ইতিমধ্যেই রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন ভিকি-ক্যাটরিনার পরিবার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Katrina Kaif, Vicky Kaushal, Katrina Kaif-Vicky Kaushal’s wedding, bollywood, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ভিকি-ক্যাটরিনার বিয়ে, bengali news today, bollywood

ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ

ভিকি-ক্যাটরিনার বিয়ের (Vicky-Katrina Wedding) খবরে শোরগোল বি-টাউনে। বর-কনে মুখে কুলুপ আঁটলেও তাঁদের রাজকীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন। বলিউড ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ের জন্য সেজে উঠছে রাজস্থানের বিলাসবহুল হোটেল। ওয়েডিং ডেস্টিনেশন- সাওয়াই মাধোপুর (Sawai Madhopur) জেলার চৌথ কা বারওয়ারা। তারকাজুটির বিয়ে নিয়ে পুলিশ প্রসাশনও তৎপর।

Advertisment

দুই পরিবার এবং তারকাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই একমাত্র উপস্থিত থাকবেন সাক্ষী হিসেবে। ইতিমধ্যেই রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন ভিকি-ক্যাটরিনার পরিবার। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৭জনের শরীরের মিলেছে নয়া ভাইরাসের হদিশ। তাই ভিকি-ক্যাটরিনা তাঁদের বিয়ের আসরে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। পুরোপুরি করোনা বিধি মেনে সতর্কতা অবলম্বন করেই হবে বিয়ে। অতিথি তালিকাতেও কাটছাঁট করা হয়েছে।

<আরও পড়ুন: ভাঙা হাড় জুড়তে লাগবে সময়! তবে বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইছেন প্রিয়াঙ্কা>

বি-টাউনের এই তারকাজুটির বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন ১২০জন। যাঁরা ডবল ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাই একমাত্র বিয়েতে উপস্থিত থাকবেন। এখানেই অবশ্য শেষ নয়, যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেকেরই RTPCR টেস্ট করাতে হবে এবং সেই রিপোর্ট দেখিয়ে তবেই প্রবেশ করতে পারবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসরে। কানাঘুষো শোনা যাচ্ছে, মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্ট চৌথ কা বারওয়ারাতে বিয়ের আসরে আকাশপথেই উড়ে যাবেন তারকাজুটি।

publive-image

আগামী ৪ দিন ধরে জয়পুরের সেই রিসর্টেই থাকবেন আমন্ত্রিত অতিথিরা। এখানেই আগামী ৯ ডিসেম্বর বসবে ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের আসর। সঙ্গীত অনুষ্ঠান ডিসেম্বরের ৭ তারিখে। তারপরের দিন, অর্থাৎ ৮ তারিখ বসবে জমজমাট মেহেন্দি আসর। ক্যাটরিনার জন্য অর্ডার করা হয়েছে লক্ষাধিক টাকার মূল্যের মেহেন্দি। এখনও পর্যন্ত অতিথি তালিকায় বলিউড তারকাদের যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন- রোহিত শেট্টি, করন জোহর, বরুণ ধাওয়ান এবং স্ত্রী নতাশা দালাল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Katrina Kaif-Vicky Kaushal wedding Vicky Kaushal katrina kaif bollywood Entertainment News
Advertisment