Katrina to Salman: চিনির থেকেও মিষ্টি শব্দ ক্যাটরিনার মুখে, বচসা ভুলে ভাইজানের বিশেষ দিনে কী বললেন ভিকি-ঘরণী?

Katrina to Salman Khan Birthday: ক্যাটরিনা, ভাইজানের হাত ছাড়লেও তার জন্মদিনের দিন বিশেষ শুভেচ্ছা জানাতে ভুললেন না। ভাইজানের নিদারুন ছবি শেয়ার করি সমাজ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Katrina to Salman Khan Birthday: ক্যাটরিনা, ভাইজানের হাত ছাড়লেও তার জন্মদিনের দিন বিশেষ শুভেচ্ছা জানাতে ভুললেন না। ভাইজানের নিদারুন ছবি শেয়ার করি সমাজ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan birthday

ভাইজানের জন্মদিনে কী বললেন ক্যাটরিনা? Photograph: (ফাইল চিত্র )

বলিপাড়ায় তাকে নিয়ে এসেছিলেন সলমান খান। ক্যাটরিনা কাইফের বলি অভিষেক হয়েছিল ভাইজানের হাত ধরে। এর পরের একের পর এক ছবিতে কাজ করেছেন। শুধু তাই নয় কোন ছবি হিট হয়েছে, আবার কোন ছবি ডাহা ফ্লপ। কিন্তু ভাইজান কোনদিনও ক্যাটরিনার জীবনে ছবির কমতি হতে দেননি।

Advertisment

সালমানের ভক্তরা ধরে নিয়েছিলেন, ক্যাটরিনার সঙ্গে তাদের ভাইজানের বিয়ে হবে। কিন্তু গল্প ঘুরল অন্যদিকে। তার জীবনে সালমানের ভূমিকা অনেক থাকলেও, ব্যক্তিগত জীবনে সালমানের হাত ছেড়ে ভিকি কৌশলকেই বেছে নিয়েছিলেন ক্যাটরিনা। মনে রাখেননি সালমানের করা হাজারটা উপকারও। আবার ঘনিষ্ঠ সুত্রে এমনও শোনা যায়, ক্যাটরিনা নাকি ভাইজানের করা অনেক অত্যাচার পর্যন্ত সহ্য করেছেন। এবং নানা দিক বিবেচনা করেই ভাইজানের সঙ্গে আর প্রেমের সম্পর্ক নাকি কন্টিনিউ করতে পারেনি তিনি।

যদিও আদৌ এই কথা কেউ জানেই না যে সলমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিনা। কিন্তু ভাইজানের সঙ্গে যে মেয়ের সম্পর্কই ভেঙেছে, তারা প্রত্যেকেই একটা কমপ্লেন করেছেন, সলমনের অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু ক্যাটরিনা, ভাইজানের হাত ছাড়লেও তার জন্মদিনের দিন বিশেষ শুভেচ্ছা জানাতে ভুললেন না। ভাইজানের নিদারুন ছবি শেয়ার করি সমাজ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত বছর এক থা টাইগারের তৃতীয় ভাগে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। আর আজ চল মানে জন্মদিনের ক্যাটরিনা লিখছেন...

Advertisment

"শুভ জন্মদিন সলমন। আমি আশা করব জীবনের সব সুন্দর এবং গুরুত্বপূর্ণ জিনিস, এই বছর তোমার সঙ্গে ঘটে এবং সারা জীবন যেন তুমি সুখে থাকো।" এবং বলাই বাহুল্য, এই পোস্ট দেখে বেশ খুশি হয়েছেন সলমনের ভক্তরা। এমনিও তাঁদের কাছে আজও ক্যাটরিনা বৌদিই। এই নিয়ে সমাজ মাধ্যমে তাঁরা নানা পোস্ট করেন পর্যন্ত।

উল্লেখ্য, কানাঘুষো শোনা গিয়েছিল ক্যাটরিনা নাকি এক থা টাইগারের পর আর ভাইজানের সঙ্গে কাজ করবেন না। যদিও এই প্রসঙ্গে অফিসিয়াল স্টেটমেন্ট তিনি দেননি। তাঁকে শেষ দেখা গিয়েছিল মেরি ক্রিসমাস ছবিতে। আর আসন্ন, ঈদে সলমন আসছেন সিকন্দর নিয়ে।

 

bollywood salman khan katrina kaif bollywood actress Bollywood Actor