scorecardresearch

ভূত হয়ে ভিকির ওপর নজরদারি! সলমনের কথায় চোখ কপালে ক্যাটরিনার

শেষে এই ছিল সলমনের মনে?

salman khan, vicky kaushal, katrina
ভিকি কে নিয়ে কি বললেন সলমন?

আবারও এক মঞ্চে ক্যাটরিনা এবং সলমন খান। ক্যাটরিনার আগমনে আনন্দে আত্মহারা সলমন। শুধু একজনকে একেবারেই পছন্দ নয়! তাই তো প্রশ্নের জবাব দিয়েই মনের রাগ বোঝালেন ভাইজান।

সলমনকে বেশ কিছু প্রশ্ন করেন ক্যাটরিনা। তার জবাবেই সাংঘাতিক সব উত্তর দিলেন ভাইজান। ‘ভূত পুলিশের’ প্রমোশন করতেই বিগ বসে গিয়েছিলেন ক্যাটরিনা। প্রশ্ন রেখেছিলেন, যদি সলমন ভূত হয়ে কারওর ওপর নজর রাখতে চান তবে সেটি কে হবে? সাফ জবাব দিলেন সলমন, “একজন আছেন! তাঁর নাম ভিকি কৌশল”।

আরও পড়ুন [ বন্ধু সাজিদের পাশে সলমন! ‘এই আপনি সকলের ভাইজান?’ রেগে আগুন শার্লিন চোপড়া ]

নাম শুনেই মুখে হাত দিয়ে হেসে উঠলেন ক্যাটরিনা। সে যেন তখন বলার ভাষা হারিয়েছে। আর কিছু বলতেই পারলেন না। মনের মানুষের নাম সলমনের মুখে শুনে লজ্জায় লাল ক্যাটরিনা। তবে সলমন এখানেই থামলেন না। বললেন, “ভীষণ লাভিং ও, মানুষের খেয়াল রাখে। হ্যাঁ, খুব ডেয়ারিং! তার থেকেও বড় কথা আপনার সামনে ওর কথা বললে আপনি ব্লাশ পর্যন্ত করেন”।

ভিকি ক্যাটরিনার বিয়ের পর থেকেই সলমনকে নিয়ে শোরগোল। কেরিয়ার গড়তে ভাইজানকে হাতিয়ার করেছিলেন ক্যাটরিনা একথাও শোনা গিয়েছিল। এমনকি বিগ বসের মঞ্চে শেহনাজ নিজেও সলমনের সঙ্গে মজায় মেতেছিলেন ভিক্যাট এর বিয়ে নিয়ে। তাহলে কি সত্যিই ক্যাটরিনাকে হারানোর দুঃখ রয়েছে তাঁর? সেই কারণেই ভিকির উপর স্পাই করতে চান তিনি? কিন্তু সমস্ত ঘটনায় বেশ উপভোগ করেছেন তিনি। হাসিয়ে ছলেই সলমনের কথা মুগ্ধ করেছে ক্যাটরিনাকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Katrina salman khan at bigg boss salman says spy at vicky