Advertisment

অক্ষয়কে সপাটে চড় কষান, সূর্যবংশীর অজানা গল্প ফাঁস করলেন ক্যাটরিনা

কী কারণে ক্যাটরিনা করেন এই কাজ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

কেন এমন কাণ্ড করলেন অভিনেত্রী?

অভিনয় করতে গিয়ে কত কিই বা করতে হয় আর সেগুলি সব স্মৃতি হয়েই থেকে যায়। সূর্যবংশীর প্রমোশনের দৌলতে কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমার। যথারীতি কপিলের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে কুটপুটি সকলেই। তারপরেও এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে এটিও ভাবা যায়?  

Advertisment

অক্ষয়কে সপাটে চড় মারেন অভিনেত্রী! ঠিকই শুনছেন। কপিল আগ্রহের বশে ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন সিনেমায় অক্ষয়ের সঙ্গে রোমান্স যেমন করেছেন তেমন চড়ও মেরেছেন, কোন শটে বেশি রিটেক হয়? আগ্রহের সঙ্গেই ক্যাটরিনা জবাব দেন, চড় মারার দৃশ্য একবারেই সম্পন্ন হয়, দ্বিতীয় টেকের প্রয়োজন হয়ই নি। ব্যাস! ওমনি অক্ষয়ের বক্তব্য আরে! আসলেই চড় মেরে দেন ক্যাটরিনা। যাতে একটুও ফাঁক না বোঝা যায়। 

এমনকি রোমান্টিক দৃশ্যের ক্ষেত্রেও নাকি একেবারেই সময় লাগেনি দুজনেরই। ক্যাটরিনা বলেন “আমাদের দুজনের বোঝাপড়া বেশ ভাল”, অনেক সিনেমা একসঙ্গে করেছেন কিনা। তবে কড় গুনে গুনে সিনেমার তালিকা চূড়ান্ত করতে ক্যাটের জুরি মেলা ভাড়। 

প্রসঙ্গত, অক্ষয়ের সঙ্গে কপিলের তালমেল খুবই ভাল। সবথেকে বেশি বোধহয় অক্ষয়ই হাজির থাকেন শোতে। এবারও সন্দেহ জিইয়ে রেখেই বলেন, এটি তার বাড়ি তাই যেভাবে ইচ্ছে সেভাবেই শোতে আসবেন। বাকি ফ্লোরের আরও মজা-আনন্দ দেখতে হলে, কপিল শর্মা শোতে নজর তো রাখতেই হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

katrina kaif Akshay Kumar kapil sharma The Kapil Sharma Show
Advertisment