/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/aamir-khan-amitabh-bachchan-kbc-759.jpg)
কেবিসির সেটে সেলফিতে মত্ত আমির-বিগ বি
মুক্তির দিন এগিয়ে আসছে যশ রাজ ফিল্মসের মেগা অ্যাডভেঞ্চার ছবি 'ঠাগস অফ হিন্দোস্তানের'। আর এই ছবির প্রচারের স্বার্থেই আমির খান ও অমিতাভ বচ্চন একজোট হয়েছেন ছোটপর্দায়। বৃহস্পতিবার কেবিসির স্পেশাল এপিসোডের জন্য শুট করলেন আমির খান। কেবিসি ১০-এর সঞ্চালক অমিতাভ বচ্চন, 'ঠাগস অফ হিন্দোস্তানে' আমিরের সহ অভিনেতা।
শো নিয়ে আমির খান টুইট করে বলেন, "কী ভীষণ মজার দিন ছিল আজ! অমিতাভ বচ্চেনর সঙ্গে সবে 'কৌন বনেগা ক্রোড়পতির' শুটিং শেষ করলাম। অনেক আনন্দও করলাম। স্যার, দুঃখিত আমার সব আবদারের জন্য! আসলে নিজেকে সামলাতে পারিনি।"
What an exciting day I have had! Just finished shooting for KBC with Mr.Bachchan. Had so much fun. Sir, sorry for all my requests! Couldnt control myself!@SrBachchanpic.twitter.com/6r3ebz3S9F
— Aamir Khan (@aamir_khan) October 25, 2018
আরও পড়ুন: অর্জুন রেড্ডির হিন্দি রিমেকের নাম কবীর সিং
ছবিতে আমির খানকে দেখা যাচ্ছে লাল চেক কোট ও তার সঙ্গে মানানসই চশমায়। ওদিকে সিনিয়র বচ্চন তৈরি হয়েছেন ক্লাসিক স্যুটে। বিজয় কৃষ্ণ আচার্য্য পরিচালনা করেছেন 'ঠাগস অফ হিন্দোস্তানের'। এই প্রথমবার কোনও ছবিতে পর্দায় জায়গা ভাগ করে নিয়েছেন আমির খান ও অমিতাভ বচ্চন।
১৭৯৫ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি খুদাবক্স আজাদের নেতৃত্বে একদল ডাকাতের গল্প। যারা তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হুমকি দিয়েছিল। হাই ভোল্টেজ অ্যাকশনের এই ছবিতে এছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ। ৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'ঠাগস অফ হিন্দোস্তান'। দিপাবলীতে নতুন ছবির অপেক্ষায় দর্শক।
সম্প্রতি আমির খান ও ক্যাটরিনা কাইফকে নিয়ে এই ছবির গান 'সুরাইয়া' মুক্তি পেয়েছে। যার কোরিওগ্রাফার ছিলেন প্রভুদেবা।
Read the full story in English