Advertisment

Adrit-Kaushambi: আদৃত-কৌশাম্বির বিয়েতে আসল মানুষই নেই? 'স্বার্থপর-পাল্টিবাজ…' সৌমিতৃষার অনুপস্থিতিতে কটূক্তি শুনতে হল মিঠাই পরিবারকে!

তাঁদের বিয়েতে মিঠাইয়ের অনুপস্থিতি যেন অনেক প্রশ্নই উস্কে দিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adrit roy, kaushambi chakraborty, mithai, mithai news, mithai update, mithai today episode, soumitrisha kundu, adrit-kaushambi wedding, adrit news, adrit kaushambi mithai

adrit-kaushambi wedding- আদৃতের বিয়েতে নেই সৌমিতৃষা

গতকাল বসেছিল আদৃত-কৌশাম্বীর বিয়ের আসর। আর সেখানেই উপস্থিত ছিলেন মিঠাই ধারাবাহিকের বেশিরভাগই। কিন্তু, সেখানে বাদ গেলেন মিঠাই খোদ!

Advertisment

সিরিয়ালের ভাই-বোন থেকে বাস্তবের দম্পতি। আদৃত-কৌশাম্বীর বিয়ের খবর রটেছিল ফ্লোর থেকেই। অবশেষে পরিণতি পেল সেই সম্পর্ক। গতকাল তাঁদের ধারাবাহিকে উপস্থিত ছিলেন অনেকেই। মিঠাই ধারাবাহিকের পাশাপাশি ফুলকি ধারাবাহিকের অনেকেই এসেছিলেন।

ঐন্দ্রিলা সেন সেইসব মুহূর্তের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর দিদিয়াকে জড়িয়ে আবার কখনও দাদাভাই আদৃতকে জড়িয়ে ধরলেন অভিনেত্রী। ভাইরাল তাঁদের বিয়ের মুহূর্তও। কেউ কেউ তাঁদের ভক্তরা, এও বললেন- কৌশাম্বি! আদৃতকে সামলে রেখো।

কিন্তু, গণ্ডগোল অন্য জায়গায়। তাঁদের বিয়ের দিন মিঠাই ধারাবাহিকের সকলকে দেখা গেলেও বাদ পরলেন একজন-ই। তিনি সৌমিতৃষা। তাঁকে সবার মধ্যে না দেখতে পেয়েই একেকজন কটূক্তি করলেন। কেউ কেউ নানা অছিলায় পুরনো কথা তুললেন।

কেউ বললেন, বাহ! মিঠাই নিজেই নেই। আবার কেউ বললেন, আপনারা সবাই পাল্টিবাজ। যার জন্য বিখ্যাত হলেন, নিজেরটা গুছিয়ে নিয়ে তাঁকে ভুলে গেলেন? এত স্বার্থপর! আবার কারওর কথায়, সৌমিতৃষার পাশাপাশি দিয়া নেই কেন? কেউ কেউ তো সোজা এও বললেন, আসল মানুষটা নেই কেন? যদিও, একথা অনেকেই জানেন নতুন প্রজেক্টে কাজ করছেন সৌমি। সৌরভ দাসের সঙ্গে যোগ দিয়েছেন। সেকারণেই এত ব্যস্ততা। তাই কি আসতে পারলেন না এই বিয়েতে?

উল্লেখ্য, মিঠাই শেষ হওয়ার পর আদৃত- সৌমির বন্ধুত্ব দেখে অনেকেই ভেবেছিলেন যে সবকিছুই হয়তো আগের মত হয়ে গেল। অভিনেত্রী এও জানিয়েছিলেন এরপর যদি আদৃতের সঙ্গে ভাল সুযোগ পান তবে নিশ্চয়ই কাজ করবেন। কিন্তু তাঁদের বিয়েতে মিঠাইয়ের অনুপস্থিতি যেন অনেক প্রশ্নই উস্কে দিল।

tollywood Soumitrishna Kundu Adrit Roy Entertainment News
Advertisment