অভিনেতা আদৃত রায় নতুন করে নিজের টেলিভিশন কেরিয়ার শুরু করছেন। মিত্তির বাড়ি ধারাবাহিক দিয়ে ফিরছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রযোজনায় আদৃত এবার পর্দার ধ্রুব মিত্তির। যদিও, এর আগে উচ্ছেবাবু হিসেবেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন, এবার ধ্রুব হিসেবে কতটা খুলতে পারেন নিজেকে সেটাই দেখার।
ধ্রুব পেশায় একজন উকিল। যদিও বা ইন্টেন্স ক্যারেক্টার করার জন্য আদৃতের জুড়ি মেলা ভার। তাঁর সঙ্গে সঙ্গে এবারও আদ্যোপান্ত একটি ফ্যমিলি ড্রামা। আদৃতের টেলিভিশনের এই প্রজেক্ট নিয়ে নানা আলোচনা। কারণ, তাঁর আগের প্রজেক্টটি যথেষ্ট সুপারহিট হয়েছিল। তাই, তাঁকে নিয়ে আশা রেখেছেন ভক্তরা।
কিন্তু, এই দুই সিরিয়ালের মধ্যে অনেকটাই বদল ঘটেছে তাঁর জীবনে। আদৃত বর্তমানে আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বিকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ে নিয়েও শুরু হয় চর্চা। কারণ, সেই বিয়েতে মিঠাই পরিবারের বাকি সবাইকে দেখা গেলেও দেখা যায়নি সৌমিতৃষাকে। তিনি নাকি নিমন্ত্রণ পাননি তাঁর তরফে। তারপর তো কৌশাম্বিকে নিয়ে নানা চর্চা রয়েই যায়। এই প্রসঙ্গেই অভিনেতা জানিয়েছেন নানা কথা।
ব্যক্তিগত জীবনে আদৃত কিভাবে সংসার সাজিয়েছেন? সবটাই গুছিয়ে রেখেছেন নাকি ভীষন অগোছালো? অভিনেতা জানিয়েছেন, তিনি ভীষণ অগোছালো। সবটা কৌশাম্বিকে সামলাতে হয়। তিনিই সবটা দেখেন। কিন্তু এখানেই থামলেন না। এই যে অভিনেতা কৌশাম্বিকে বিয়ে করার পর থেকে নানা কটু কথা, এমনকি দুদিন পরপর তাঁদের একসঙ্গে ছবি না দেখতে পেলেই সকলে ধরে নেন তাঁদের মধ্যে দূরত্ব এসেছে, সেই নিয়ে কী মতামত তাঁর?
তাঁদের নব বিবাহিত বলাই যায়। এমন কিছু শুনলে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু আদৃত জানিয়েছেন, "আগে খারাপ লাগত কৌশাম্বির, তবে এখন সবটাই সয়ে গিয়েছে। এখন ও বুঝে গিয়েছে। আর এসবে কান দেয় না।"