অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী, তাঁকে নিয়ে আলোচনার থেকে সমালোচনা বেশিই হয়। এবং তাঁর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। বিশেষ করে, আদৃত রায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেকেরই রাগের কারণ।
Advertisment
মিঠাই ধারাবাহিক থেকে দুজনের বন্ধুত্ব। অনেকেই এমন বলেছিলেন যে সৌমিতৃষার সঙ্গে আদৃতের কাটাকাটির কারণও নাকি কৌশাম্বি নিজেই। কিন্তু, সেসব তাঁদের মুখে কোনোদিন শোনা যায়নি। বরং, শেষদিনেও তাদের বন্ডিং নজর কেড়েছিল। সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই মাঝেমধ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়। কানাঘুষো, শোনা যাচ্ছিল তারা নাকি বিয়েও করতে চলেছেন!
যদিও, নিজেদের ব্যাক্তিগত বিষয় নিয়ে তারা কোনোদিন মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই পোস্ট করেন নানা ছবি। আর, এবার তিনি আসন্ন উৎসব প্রসঙ্গেই লিখলেন নানা কথা। সোমবার দোল উৎসব। ফলেই, কিছু তো উৎসব স্টুডিও পাড়ায় হওয়াই উচিত। আজ, সকাল হতেই তিনি ফুলকির সেট থেকে একটি ছবি শেয়ার করলেন। যেখানে তাঁকে একদম সাফ সুতরা দেখতে লাগলেও, বাস্তবে কিন্তু তিনি বেশ ভয়ে আছেন।
কারণ, আজই ফ্লোরে ফ্লোরে রং খেলা। অভিনেত্রী নিজের মনের কথা শেয়ার করে লিখলেন, "আপাতত পরিষ্কার আছি। এরপর রং মেখে ভুত হওয়ার পালা। জানি না কী হবে!" রং মানেই নানা কান্ড কারখানা। শুধু তাই নয়, রং মানেই বাঁধনছাড়া উন্মাদনা। তাই, এই উৎসবে একটু আধটু ভুত হওয়াই যায়।
উল্লেখ্য, একের পর এক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে পারমিতার চরিত্রে সে অভিনয় করছে। জি বাংলার সোনার সংসার পুরস্কারে পর্যন্ত ভূষিত হয়েছেন তিনি।