ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই বনির সঙ্গে প্রেম করছেন কৌশানি। দুজনে একসঙ্গে, প্রায় অনেক বসন্ত পার করেছেন। নোকঝোঁক কোন সম্পর্কে হয় না? কিন্তু ভালবাসায় কোনও খামতি নেই। বরং, দেখা যাচ্ছে দিনে দিনে এই দুই তারকার প্রেম আরও দানা বাঁধছে।
দুজনে যেমন একসঙ্গে ঘুরতে যান, ঠিক সেভাবেই তাঁরা এই শহরের বুকে নানা আনন্দ উৎসব উদযাপন করেন। আর প্রেমের দিনে একে অপরকে নিয়ে কিছু পোস্ট করবেন না, তাও আবার হয়। নিজেদের ট্রিপ থেকেই বেশ কিছু মিষ্টি ছবি তাঁরা শেয়ার করেছেন। কোনও ছবিতে একে অপরের বাহুডোরে, কোনও ছবিতে ভালবাসায় একে অপরের দিকে তাকিয়ে আছেন তাঁরা।
কোথাও আবার দুজনে লাফিয়ে ঝাঁপিয়ে একসার। নানা সময়ের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে তাঁর ভ্যালেন্টাইনকে উদ্দেশ্য করে কী লিখলেন বহুরূপী অভিনেত্রী? তাঁর কথায়...
"সমস্ত উত্থান-পতনের মধ্যে দিয়েই জীবনের নানা মুহূর্ত এবং স্মৃতি রোমন্থন করে চলেছি আমরা। আজকে আবারও একবার জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার ভ্যালেন্টাইন হতে চাও? শুভ ভালবাসা দিবস।" আর তাঁর প্রেমিকার ডাকে সারা দিয়ে বনিও যেন ভীষণ প্রেমে ভেসেছেন আজ। তিনি পাল্টা উত্তরে বললেন... "সবসময় এবং সারা জীবনের জন্য আমি শুধুই তোমার ভ্যালেন্টাইন। অনেক ভালবাসি তোমায়।"
উল্লেখ্য, জীবনের নানা উত্থান পতনের সম্মুখীন হলেও দুই তারকা প্রেমিক যুগল একে অপরের থেকে আলাদা হননি তাঁরা। একসঙ্গে যেমন অনেক ছবি করেছেন, ঠিক তেমনই দেখা গিয়েছে তাঁরা সব অনুষ্ঠানে একসঙ্গে হাজিরও হয়েছেন।