Advertisment

Kaushani Mukherjee: বৃষ্টিতে ভিজে নেচে ফাটিয়ে ফেলেন কৌশানি, কিন্তু পাত্তাই পেলেন না?

Kaushani Mukherjee updates: গতকাল শহরের রাস্তায় নামলেন কৌশানি। নাচলেন বৃষ্টিতে। তাঁর পাশাপাশি শিবপ্রসাদ তালে তাল মেলালেন। কিন্তু, তারপরেও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kaushani

বৃষ্টিতে নাচ কৌশানির...


আরজি কর কান্ডের রেশ কাটেনি। কিন্তু পুজো আসন্ন। ফলে, পুজো রিলিজ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বহুরূপী ঘিরেও আলোচনা কম নয়। বিশেষ করে, শিবপ্রসাদ এবং কৌশানিকে নিয়ে অনেকেই নানা কথা বলছেন।

Advertisment

আর গতকাল অভিনেত্রী, যেভাবে সকলের সামনে নিজেকে ধরলেন, যে বলার ভাষা নেই। কেন? গতকাল ডাকাতিয়া বাঁশি   গানে নেচেই কাঁপিয়ে দিলেন তিনি। দেখা গেল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায়। সেখানে লাল রঙের শাড়ি পরে নাচছেন কৌশানী। বৃষ্টিতেও তিনি থামলেন না। বরং, সেই সময় সেই জায়গা আরও সুন্দর করে তুললেন।

সঙ্গে নাচছেন বহুরূপীরা। প্রত্যেকের মুখে মুখোশ লাগানো। একেকজন একেকরকম সেজেছেন। আর তাঁর মধ্যে অভিনেত্রী নাচছেন। একটা সময় পর তিনি ডেকে নিলেন শিবপ্রসাদকে। বৃষ্টিতে তাঁদের দুজনের নাচ দেখলেন অনেকেই। কেউ কেউ প্রশংসা করলেন। দুজন তারকাকে নিউ মার্কেট এলাকায় একসঙ্গে দেখে দাঁড়িয়ে পড়লেন কেউ কেউ।

কিন্তু, অভিনেত্রীর এই নাচ দেখেও কেউ কেউ আরজি কর কান্ডের অভিমুখ পাল্টে গিয়েছে এমনও বলছেন। তাঁদের কথায়, আপনারা কী করে এত সহজে সবটা ভুলে গেলেন। আবার কেউ বললেন, শেষ মেষ রাস্তায় নামতে হল। আবার কারওর কথায়, কোনোভাবেই ছবি চলবে না।

এখানেই থামলেন না তাঁরা। অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৌশানি ভিজে একসার, এবং চারপাশে অনেক লোক। কিন্তু না! দর্শকের কথায়, তাঁরা অভিনেত্রীকে পাত্তাও দিল না। এমনকি, কেউ বললেন, যারা ভিড় করে তারা কেন ভিড় করে?

Kaushani Mukherjee
Advertisment