Kaushani Mukherjee-Bohurupi: শিবপ্রসাদের নায়িকা হতে গিয়ে কী কী বুঝলেন কৌশানি? 'বহুরূপী'র ঝিমলির অভিজ্ঞতা প্রকাশ্যে.. 

Kaushani As Jhimli: শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে দেখা যেতে চলেছে কৌশানি মুখোপাধ্যায়কে। তবে এটাই দুই পরিচালকের সঙ্গে প্রথম কাজ। আজ সকাল হতেই, প্রকাশ্যে এসেছে কৌশানির ফার্স্ট লুকের চিত্র...

Kaushani As Jhimli: শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে দেখা যেতে চলেছে কৌশানি মুখোপাধ্যায়কে। তবে এটাই দুই পরিচালকের সঙ্গে প্রথম কাজ। আজ সকাল হতেই, প্রকাশ্যে এসেছে কৌশানির ফার্স্ট লুকের চিত্র...

author-image
Anurupa Chakraborty
New Update
Kaushani Mukherjee in shivprasad Mukherjee and Nandita ray new film bohurupi shared her experience

ঝিমলি চরিত্রে কৌশানি/ ছবি সৌজন্যেঃ উইন্ডোজ

এবারের পুজো রিলিজ যে আবার একে অপরকে টেক্কা দিতে চলেছে সেটুকু পরিষ্কার। গতবছর থেকে উইন্ডোজ শুরু করেছে পুজো রিলিজ। 'রক্তবীজে'র অনবদ্য সাফল্যের পর এবার আবার একবার, আবির চট্টোপাধ্যায় রয়েছেন তাদের পরবর্তী ছবি 'বহুরূপী'তে।

Advertisment

কিন্তু, এবার তাদের মাল্টিস্টারার ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে দেখা যেতে চলেছে কৌশানি মুখোপাধ্যায়কে। তবে এটাই দুই পরিচালকের সঙ্গে প্রথম কাজ। আজ সকাল হতেই, প্রকাশ্যে এসেছে কৌশানির ফার্স্ট লুকের চিত্র। যেখানে তিনি ঝিমলি চরিত্রে অভিনয় করছেন। একদম অন্যরকম সাজ, খোঁপায় পলাশ ফুল, কপালে চন্দন শৃঙ্গার - অভিনেত্রী ধরা দিলেন অন্যরকমভাবে।

Advertisment

এর আগে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজে মোহিনী মায়ের চরিত্রে তাক লাগানোর পাশাপশি প্রশংসা কুড়িয়েছিলেন। এবার আবার একদম অন্যরকমের চরিত্র। তাঁকে এহেন ভিন্ন অবতারে দেখেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে প্রশ্ন ছিল, ঠিক কী কারণে তাঁর এই চরিত্রটি অন্য চরিত্রের থেকে আলাদা? অভিনেত্রী জানালেন, "এই চরিত্রটা আলাদা কারণ, আমার মনে হয় একদিকে যেমন মেয়েটি নিষ্পাপ। সরল সত্যি কথা মুখের ওপর বলে। জীবনে এমন পরিস্থিতি অনেক সময় আসে। আবার, অন্যদিকে মেয়েটি বিবাহিত। তাঁকে অনেক ম্যাচিওর কাজ করতে হয়।"

একদিকে যেমন শিবু নন্দিতার পরিচালনায় প্রথম কাজ, তেমনই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে। একটা বিরাট বড় চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। শিবু পরিচালক হিসেবে না সহ অভিনেতা হিসেবে? অভিনেত্রী জানান, "এটাই একটা বিরাট চ্যালেঞ্জ, এই প্রশ্নটা শুনে আমি এটুকু বলতেই চাই, বাংলা সিনেমা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে শিবুদা- নন্দিতা রায়ের সঙ্গে কাজ করব এটা ভেবে রেখেছিলাম। তবে যেটা বলার, শিবু দা সহ অভিনেতা সেটা আমার জন্য চেরি অন কেক। আমি যেটা ভাবতেই পারিনি যে করতে পারব, সেটা শিবু দা সঙ্গে থেকে থেকে করিয়ে দিয়েছে। পরিচালক হিসেবে আমার গুপ্ত প্রতিভাটা খুঁজে বের করে এনেছেন।"

Kaushani Mukherjee in shivprasad Mukherjee and Nandita ray new film bohurupi shared her experience<br />
ছবি সৌজন্যে- উইন্ডোজ

অভিনেত্রী আরও বলেন, "পরিচালক হিসেবে শিবুদাকে নম্বর দেওয়ার মতো আমি কেউ না। আর অভিনেতা হিসেবে শিবু দা, ভীষণ ভাল মানুষ, সাহায্য করেন, এক বিন্দু কোনও অহংকার নেই যে তিনি এত কিংবদন্তি একজন পরিচালক! আর নন্দিতা দি একজন মাতৃসম। উনি যে কী মানুষ।"

উল্লেখ্য, এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এর বিপরীতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। গতবছর বক্স অফিসে তুলকালাম ঘটানোর পর তারা আবারও নতুন উদ্যমে তৈরি।

tollywood Shiboprosad Mukherjee Entertainment News Kaushani Mukherjee