/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/koushani.jpg)
Mahiya-Kaushani: মাহিয়ার জায়গায় কৌশানি, ঘটনার নেপথ্যে রয়েছেন পরীমণি? কীভাবে! ছবি-ইনস্টা
Koushani In Bangladesh: ফের একবার বাংলাদেশ সিনেমা মহলে বিতর্ক। মাহিয়া মাহিকে ( Mahiya Mahi ) রিপ্লেস করে জায়গা নিলেন কৌশানি মুখোপাধ্যায়। কী এমন হল যে এপার বাংলা থেকে ডাক পড়ল কৌশানির?
ডার্ক ওয়ার্ল্ড নামক এক ছবির শুটিংয়ে গিয়েছেন কৌশানি ( Koushani Mukherjee )। উত্তরায় শুটিং করছেন এই বাংলার অভিনেত্রী। কিন্তু, মাহিয়া মাহি কেন সরলেন এই ছবি থেকে? গতবছর থেকেই চলছিল এই ছবির শুটিং। মাহিয়া মাহি নিজের নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই প্রযোজকের সঙ্গে ব্যাক্তিগত সংঘাত কিংবা কারণ দেখিয়েই তিনি পিছিয়ে যান।
সিনেমার নায়ক এবং প্রযোজক মুন্না খান জড়িয়ে রয়েছেন এই ঘটনার নেপথ্যে। কারণ, তিনি নাকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এ ছবির নায়িকা হিসেবে তিনি পরীমণিকে ( Pori Moni ) চেয়েছিলেন। তাঁকে রাজি করানো যায়নি এই ছবির জন্য। সেই কারণেই মাহিয়া মাহিকে নেওয়া। এরপরই, নাকি অভিমানে এই ছবি থেকে সরে দাঁড়ান মাহি। পরিচালক মোস্তাফিজুর ঘটনায় বেশ বিস্মিত হন। তিনি আশা করেছিলেন এর সুরাহা হবেই। কিন্তু সেটা সম্ভব হয়নি।
আরও পড়ুন - Dev-Mithun: ‘এই রাজনীতি আমি করি না..’, ‘বাবা’ মিঠুনকে দেখে বেরিয়েই সোজাসাপ্টা দেব!
বাংলাদেশ সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি জানান, এরপর থেকে চিরুনি তল্লাশি চালিয়েও ওপার বাংলা থেকে আর নায়িকার ভূমিকায় কাউকে মনে ধরেনি। তারপর এই বাংলার কৌশানির সঙ্গে কথা বলে সবটা যখন সময় মাফিক হয় তাতেই তারা নায়িকাকে সাইন করার সিদ্ধান্ত নেন। পরিচালক আরও বলেন...
"মাহিয়া মাহি প্রযোজকের পরীমণি সংক্রান্ত মন্তব্যে আঘাত পায়। অভিমান হয় তাঁর। আমি তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে তাঁর সিদ্ধান্তে অনড়।"