Advertisment
Presenting Partner
Desktop GIF

'দিদির দূত' হয়ে মাঠে নামলেন কৌশানী, বর্ধমানে তৃণমূলের নির্বাচনী প্রচারে অভিনেত্রী

রাজনৈতিক মঞ্চ থেকেই স্লোগান ছাড়লেন অভিনেত্রী- "দিদির সাথে বাংলা, বাংলা নিজের মেয়েকেই চায়…।"

author-image
IE Bangla Web Desk
New Update
Kaushani

দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অভিনেত্রীর। তবে একুশের নির্বাচনের আগে জানুয়ারির শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তৃণমূল (TMC) পরিবারের সদস্য হয়েছেন কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। এবার একেবারে হাতে-কলমেই ভোট প্রচারের কাজে নেমে পড়লেন ময়দানে।

Advertisment

সদ্য পূর্ব বর্ধমানের রায়নাতে এক জনসভায় যোগ দিয়েছিলেন কৌশানী। সেখানেই 'দিদির দূত' হয়ে জনসাধারণের কাছে তুলে ধরলেন ঘাসফুল শিবিরের উদ্দেশ্য। বাংলার কেন ফের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার? বোঝালেন জনসভায় উপস্থিত মানুষদের। একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে যেখানে গেরুয়া শিবিরের জনসভায় কম লোক-লস্করের জন্য খোরাক করছেন রাজ্যের শাসকদল, সেখানে তৃণণূলের প্রচারে উপচে পড়ছে ভিড়। কৌশানীর পূর্ব বর্ধমানের জনসভাতেও সেই একই চিত্র ধরা পড়েছে।

রাজনৈতিক মঞ্চ থেকেই স্লোগান ছাড়লেন অভিনেত্রী- "দিদির সাথে বাংলা, বাংলা নিজের মেয়েকেই চায়…।" উল্লেখ্য, দিন দুয়েক আগে যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তীর সঙ্গে মেদিনীপুরের পাশকুঁড়াতেও সভা করে এসেছেন কৌশানী। একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া এবং সবুজ শিবির, দুই তরফের স্টার-স্ট্র্যাটেজি-ই যে তুঙ্গে, তা বলাই বাহুল্য। ময়দানে গগনভেদী 'খেলা হবে' হুংকার এখন বাংলার আকাশে-বাতাসে।

Kaushani Mukherjee West Bengal Assembly Election 2021 tmc
Advertisment