Advertisment

Kaushik Ganguly-Tollywood Protest: মায়ের শেষকৃত্য শেষে মেয়েদের অধিকারের লড়াইয়ে কৌশিক, 'মা-ই যেন অনুমতি দিলেন...', দাবি চূর্ণীর

RG kar Tollywood protest: অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি টেকনিশিয়ান স্টুডিওর সদস্যরাও ছিলেন এই প্রতিবাদে। তারাও গলা মিলিয়েছিলেন এই আন্দোলনে। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, ঋদ্ধি সেন, কৌশিক সেন, হাজির হয়েছিলেন অনেকেই। তবে, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পরিবার যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kaushik Ganguly and churni Ganguly after their mother's last rites join rg kar tollywood protest

মায়ের মৃত্যুর পরেও প্রতিবাদে সামিল কৌশিক ও তাঁর পরিবার...

টলিউড আজ রাস্তায় নেমেছিল। প্রতিবাদে তাঁরা খান্না থেকে আর জি কর হাসপাতালে পর্যন্ত বৃষ্টির মধ্যে হেঁটেছেন। তাঁর পাশাপাশি স্লোগান পর্যন্ত তুলেছেন। বেশিরভাগের পরনে কালো রঙের পোশাক, বৃষ্টিও তাদের থামাতে পারল না।

Advertisment

অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি টেকনিশিয়ান স্টুডিওর সদস্যরাও ছিলেন এই প্রতিবাদে। তারাও গলা মিলিয়েছিলেন এই আন্দোলনে। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, ঋদ্ধি সেন, কৌশিক সেন, হাজির হয়েছিলেন অনেকেই। তবে, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পরিবার যা করলেন...

পরিচালকের পরিবারের মাথায় আজ বাজ ভেঙে পড়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় হারিয়েছেন তাঁর মাকে। কিন্তু, তারপরেও শেষকৃত্য সম্পন্ন করেছেন, এবং পরিবারকে নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী চূর্ণী ও ছেলে উজান। মায়ের মৃত্যুর পর, মেয়েদের হয়ে ন্যায় চাইতে বেরিয়ে পড়েছিলেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছেন...

publive-image

"আজকের দিনে, দাঁড়িয়ে এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমি ভাবতেই পারি না। আমরা এমন একটা রাজ্যে বসবাস করি, যেখানে বাক স্বাধীনতা থাকা উচিত। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।" শাশুড়ি সম্পর্কে এই মুর্হুতে দাঁড়িয়ে চূর্ণী গাঙ্গুলি নিজেও চুপ থাকলেন না। তিনি বলেন, "আসলে মা খুব স্বাধীনচেতা মানুষ। উনি খুব চাইতেন, যে মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াক।"

কাছের মানুষকে যখন হারালেন, তখনও মেয়েদের স্বাধীনতার দাবি নিয়ে পথে নামলেন চূর্ণী। অভিনেত্রীর কথায়, "মা এই সময় চলে গেলেন, কিন্তু যেন আমাদের বলে গেলেন, সেই রাশটা ছেড়ে দিয়ে বললেন, যে যাও! তোমরা প্রোটেস্ট করো। আমরা একসঙ্গে তো যেতে পারলাম না, কিন্তু সকলের সঙ্গে ছিলাম আমরা।"

উল্লেখ্য, আজকে টলিপাড়ার প্রতিবাদে একদম অন্য চিত্র দেখা গেল। তারা অবশেষে বাইরে এলেন। প্রতিবাদ করলেন। বৃষ্টিও তাদের আটকাতে পারল না।

tollywood Kaushik Ganguly RG Kar Medical College Entertainment News
Advertisment