'নগরকীর্তন' মুক্তি পাওয়ার পর থেকেই হাউসফুল বেশিরভাগ সিনেমা হলে। জাতীয় পুরস্কার থেকে ছবি মুক্তি, যাত্রাপথটা দীর্ঘ। একের পর এক অযাচিত বিতর্কে ছবির রিলিজ পিছিয়ে যায়। তবে এসব মাথা থেকে সরিয়ে রেখে নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নতুন রম-কম তৈরি করার কথা ভাবছেন পরিচালক। ছবির নাম 'মোটামুটির লাভ স্টোরি'।
ছবির নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে, স্বাস্থ্যবান মানুষদের নিয়ে প্রেমের গল্প তৈরি করেছেন পরিচালক। যার মুখ্য ভূমিকায় থাকবেন তিনি নিজেই। কাহিনির গতিপথ চলবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিত আঢ্যকে ঘিরে। পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "ছবিটা এখনই তৈরি করছি না। সেই কারণেই এই মূহুর্তে কিছু বলার নেই।"
আরও পড়ুন, কৌশিক গঙ্গোপাধ্যায় কি গল্পচোর? বিতর্কে ইতি টানলেন স্বপ্নময়
তবে সূত্রের খবর, ছবিতে দেখা যাবে সোহিনী সরকার ও রুদ্রনীল ঘোষ-কেও। সোহিনীর চরিত্রটা নাকি প্রথমে জয়া আহসানের করার কথা ছিল। তবে কৌশিকের এই ছবির প্রযোজক কিন্তু সুরিন্দর কিংবা অপেরা নয়। ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধে ছবিটা তৈরি করতে চলেছেন পরিচালক। 'মোটামুটির লাভ স্টোরি' ছাড়াও 'জ্যেষ্ঠপুত্র' নিয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবির শুটিং পর্বও শেষের পথে। মূল ভাবনাটা ঋতুপর্ণ ঘোষের। কাহিনী, সংলাপ সবটাই তৈরি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে ভেঙ্কটেশ প্রযোজিত ছবি এবং সিরিয়ালের ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে জল্পনা। আদৌ কি শেষ হবে পূর্ব ঘোষিত ছবির কাজ? চলতে থাকবে সিরিয়াল? স্বাভাবিকভাবেই এ বিষয়ে মুখ খুলতে নারাজ সংস্থার প্রতিনিধিরা। কিছু বলতে চাইছেন না সংশ্লিষ্ট পরিচালকরাও। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।