Kaushik Ganguly: 'ক্রমশ আমার থেকে দূরে আরও দূরে চলে গেল', প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় কাতর কৌশিক

Kaushik Ganguly Emotional Post: প্রিয়জনকে হারানোর যন্ত্রণা আজও ভোলেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে চার বছর কেটে গিয়েছে। তবুও প্রিয়জনকে হারানোর ঘা যেন এখনও দগদগে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Atanu Ghosh, Atanu Ghosh's upcoming film, Kaushik Ganguly, অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, আরও এক পৃথিবী, অতনু ঘোষের ছবি, লন্ডনে কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনন্দিতা বসু, bengali news today

প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় কাতর কৌশিক

Kaushik Ganguly Post: বাংলাদেশের 'সেলেব ডগ' সন্টুর মৃত্যু যন্ত্রণার ঘা এখনও দগদগে। ওকে যাঁরা ভালোবাসতেন তাঁরা আজও শোকাতুর। ওর ছবি-ভিডিও সকলের মন ভাল করে দিত। কিন্তু, সকলকে কাদিয়ে এখন আকাশের তারা সন্টু। এর মাঝেই আরও এক মন খারাপ করা পোস্ট শেয়ার করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। চার বছর আগে সন্তানতুল্য পোষ্যকে হারানোর কষ্টে আজও চোখে জল আসে তাঁর। আরও বেশি যন্ত্রণা হয়, প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে শেষবারের মতো দেখতে পারেননি। মৃত্যুকালে কৌশিকের প্রিয় পোষ্য জেট-এর বয়স হয়েছিল ১৩ বছর। আজ থেকে চার বছর আগে ৬ মার্চ সকলকে ছেড়ে চলে যায় জেট। সোশ্যাল মিডিয়ায় জেট-এর ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়।  

Advertisment

ইনস্টা হ্যান্ডেলে পরিচালক স্মৃতিচারণা করে লিখেছেন, 'চার বছর কেটে গিয়েছে। এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরকম ছোটবেলার মতো কেঁদেছিলাম! বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শুটিং।'

Advertisment

শেষযাত্রায় জেটের পাশে না থাকলেও ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে বেনারসের গঙ্গায় ভাসিয়েছিলেন কৌশিক। সেই দিনটার কথা স্মরণ করে কৌশিক লিখেছেন, 'বিকেলে সূর্যাস্তের ঠিক আগে কলকাতা ফেরার পালা। নৌকো নিয়ে অন্য একটা ঘাটে যাওয়া, তারপর সেখান থেকে এয়ারপোর্ট। নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরও দূরে চলে গেল!'

Bengali Cinema Bengali Actor Bengali Film Bengali News Kaushik Ganguly Bengali Film Industry