কৌশিকের 'অর্ধাঙ্গিনী'-তে কৌশিক, দুই নারীচরিত্রে চূর্ণী-জয়া

আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'শূন্য এ বুকে'- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। ফের একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।

আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'শূন্য এ বুকে'- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। ফের একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
koushik sen

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কৌশিক সেন। ফোটো- টুইটার

কৌশিকের পরবর্তী ছবি ‘অর্ধাঙ্গিনী’-তে একসঙ্গে কাজ করছেন জয়া এবং চূর্ণী। একথা আগেই জানিয়েছিলেন পরিচালক। ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’, পরিচালক-অভিনেত্রী হোক কিংবা সহ অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের জুটি সুপারহিট। ফের আর একবার জুটি বাঁধতে চলেছেন কৌশিক-জয়া। তবে এবার সঙ্গে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। এই দুই নারী চরিত্রের নায়কের নাম প্রকাশ্যে আনলেন কৌশিক। পরিচালকের ছবিতে কাজ করতে চলেছেন কৌশিক সেন।

Advertisment

দুই মহিয়সী নারী চরিত্র নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। যদিও তা নিয়ে কোনও কথা বলতে নারাজ পরিচালক। তবে যা জানা গিয়েছে তা হল, দুই নারীর একজনকে কৌশিকের স্ত্রী এবং অন্যজনকে প্রাক্তনের ভূমিকায় দেখা যাবে। বিভিন্ন ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন।

আরও পড়ুন, ”ছাত্রদের গুটি হিসাবে দেখা বন্ধ করুন”, জেএনইউ কাণ্ডে প্রতিবাদে সরব টলিউড

Advertisment

যদিও ‘অর্ধাঙ্গিনী’-তে মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, তবু অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্যর মতো অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। ‘মনোজ দের অদ্ভুত বাড়ি’ ছবিতেই অভিনয় করেছেন পূরব এবং ‘লক্ষ্মী ছেলে’-তেও কাজ করেছেন। আর শোনা যাচ্ছে ছবিতে নাকি গান গাইতে পারেন অম্বরিশ।

প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই এই চরিত্রটি করবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এবারে জানা গেল কৌশক সেনকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। এর আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'শূন্য এ বুকে'- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। ফের একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।

tollywood koushik ganguly jaya ahashan Bengali Film