RG kar -Kaushiki: নারীদের সুরক্ষা দিতে গিয়ে এমন একটি বিষয় হস্তক্ষেপ, যাতে তাঁদের কর্মক্ষেত্রে সুযোগ কমে যাওয়ার দাবি রাখে, সেই ক্ষেত্রে এত এত নারী শিল্পীদের কী বক্তব্য? কৌশিকী চক্রবর্তী মুখ খুলেছেন এই বিষয়ে। শিল্পীর কথায়...
রাত্তিরের সাথীর নতুন নিয়ম কানুন বলছে, একজন মেয়েকে যতসম্ভব রাত্রে কম কাজ করতে হবে। এই নিয়ম দেখেই ফের তোলপাড় রাজ্য। আর জি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে, তারপর সরব হয়েছেন সকলেই।
Advertisment
আর, ফের একবার সরকারের তরফে যে নতুন নিয়ম কানুন বানানো হয়েছে, তাতে রাখা হয়েছে নারীদের কর্মযজ্ঞের বিপরীতে এই নিয়মটি। তাদের সুরক্ষায় আরও নতুন সব নিয়ম মোতায়েন করা হয়েছে। কিন্তু, সেগুলি কতটা যুক্তিযুক্ত? আজ যখন সঙ্গীত শিল্পীরা আন্দোলনে নেমেছেন, মিছিলে যোগ দিয়েছেন, সেই কথাই পরিস্কার হল।
নারীদের সুরক্ষা দিতে গিয়ে এমন একটি বিষয় হস্তক্ষেপ, যাতে তাঁদের কর্মক্ষেত্রের পাশাপাশি সুযোগ কমে যাওয়ার সম্ভাবনা, সেই ক্ষেত্রে এত এত নারী শিল্পীদের কী বক্তব্য? কৌশিকী চক্রবর্তী মুখ খুলেছেন এই বিষয়ে। শিল্পীর কথায়...
"একটা অদ্ভুত কথা বলে দিলেই তো হল না। এটা জঘন্য একটা সিদ্ধান্ত। রাতের বেলা শিফট ক্যানসেল করে দিচ্ছে, আমি এই শহরের মেয়ে, এসব বাজে কথা না বলে দেখা উচিত, যেন যে যেই কাজে রাত্রে বেরোচ্ছে, সেটা সুষ্ঠভাবে সম্পন্ন হয়। যেন, নিরাপত্তা রাখা হয়। স্বাধীনভাবে, নিজের সম্মান বজায় রেখে করতে পারে। আমায় এটা ভাবতে হবে কেন, যে আমি যদি মেয়ে না হতাম আমি এটা করতে পারতাম। আমার এখানে বাড়ি, নজরুল মঞ্চে সারারাত গানের ফেস্টিভ্যাল হয়। রাত্রে হয় বলে, আমি গাইতে আসব না?"
শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পাশাপাশি এও জানিয়ে দিলেন, যে সারা দেশের, সারা রাজ্যের সর্বত্র এমনটাই হওয়া উচিত। 'এগুলো, খুব ছেলে ভোলানো কথাবার্তা হয়ে যাচ্ছে..', সাফ জানিয়ে দিলেন কৌশিকী। তাঁর পাশাপাশি আজ ইন্ডাস্ট্রির বেশিরভাগ শিল্পীরাই যোগ দিয়েছেন মিছিলে।