KBC contestant misses 12 lakhs: 'কৌন বনেগা ক্রোড়পতি'-র প্রশ্নোত্তর পর্বের প্রথমদিকে সচরাচর সহজ প্রশ্ন রাখা হয়। কিন্তু টাকার অঙ্ক ৩ লক্ষ ছাড়ালেই প্রশ্ন একটু কঠিন হতে শুরু করে। এতদিনে অনেক প্রতিযোগীই ৬ লক্ষ ৪০ হাজারের পরেই থেমে গিয়েছেন। মঙ্গলবার আবারও তেমনটা হল। প্রতিযোগী মানসী যোশীকে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নেই আটকে গেলেন তিনি কারণ ততক্ষণে সমস্ত লাইফলাইন শেষ।
এন আর নারায়ণমূর্তি যে ইনফোসিসের প্রতিষ্ঠাতা, সে সম্পর্কে সাধারণ মানুষ কমবেশি ওয়াকিবহাল কিন্তু তাঁর পরিবারের বাকি সদস্যদের কথা সবাই জানবেন এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই মানসী যোশির পক্ষে বেশ কঠিন হয়ে গিয়েছিল প্রশ্নটা। ততক্ষণে তিনি জিতে নিয়েছেন ৬ লক্ষ ৪০ হাজার টাকা। পরের প্রশ্ন ছিল ১২ লক্ষ ৫০ হাজারের জন্য। এর আগের প্রশ্ন পর্যন্ত চারটি লাইফলাইনই ব্যবহার করে ফেলেছিলেন মানসী। তাই পরের প্রশ্নে হোঁচট খেয়ে আর কোনও রকম সাহায্য নিতে পারলেন না।
ঋষি সুনাক। ছবি: ফেসবুক পেজ থেকে
আরও পড়ুন: হোটেল মুম্বই রিভিউ: একটি রোমহর্ষক ছবি
প্রশ্নটা ছিল-- ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি, সম্পর্কের দিক থেকে কোন ব্রিটিশ সাংসদের শ্বশুর। উত্তরের অপশন ছিল চারটি-- ১) সীমা কেনেডি, ২) অলোক শর্মা, ৩) ঋষি সুনাক, ৪) প্রীত গিল। মানসী প্রশ্ন দেখেই ঘোষণা করেন যে তিনি গেম থেকে বিদায় নিতে চান কারণ এর উত্তর তাঁর জানা নেই। তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তিনি যদি খেলাটা চালিয়ে যেতেন তবে কোন অপশনটি নিতেন। মানসী জানান, তিনি আন্দাজে অলোক শর্মা-র অপশনটি নিতেন। কিন্তু সঠিক উত্তর হল ঋষি সুনাক।
ঋষি সুনাক একজন ব্রিটিশ রাজনীতিবিদ। এন আর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে তাঁর বিয়ে হয় ২০০৯ সালে। ২০১৫ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে তিনি ব্রিটিশ সংসদের একজন সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি ব্রিটিশ সরকারের রাজকোষের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন।