সুপারস্টার অমিতাভ বচ্চনের সঞ্চালনায় জনপ্রিয় টিভি গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' এবছর ১১ নম্বর সিজনে পা দিল। এবং শুক্রবার এই সিজনের প্রথম ক্রোড়পতি হলেন সনোজ রাজ। অর্থাৎ এক কোটি টাকা জিতলেন তিনি।
Advertisment
কিন্তু আর একটিমাত্র প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই সাত কোটি টাকা জিততে পারতেন সনোজ। সেটি ছিল শোয়ের ১৬ তথা শেষতম প্রশ্ন, কিন্তু উত্তর দিতে না পেরে কুইট করার সিদ্ধান্ত নেন সনোজ।
সাত কোটির প্রশ্ন ছিল, "কে ছিলেন সেই ভারতীয় বোলার, যাঁর বোলিংয়ে এক রান নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডন ব্র্যাডম্যান তাঁর কেরিয়ারের শততম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিটি করেন?" সনোজের চারটি অপশন ছিল বাগা জিলানি, কোমান্দুর রঙ্গচারি, গোগুমল কিষনচাঁদ এবং কনবর রায় সিং। সঠিক উত্তর হতো গোগুমল কিষনচাঁদ।
"দারুণ সময়টা কাটল। ভালো টাকাও রোজগার হলো, ভীষণ উত্তেজনা হচ্ছে সিজনের প্রথম ক্রোড়পতি হতে পেরে। আমি অনেকদিন ধরে কেবিসি দেখছি। এর আগে টিভিতে দেখতে দেখতে যখন প্রশ্নের সঠিক উত্তর দিতাম, তখন হিসেব করে দেখতাম, কত টাকা জিতেছি (হাসি)। তখনই ঠিক করি, ১৮ বছর বয়স হলেই এখানে আসার চেষ্টা শুরু করব। অনেকদিন অপেক্ষা করে শেষ পর্যন্ত অডিশনে সফল হই। লম্বা রাস্তা পেরিয়ে এসেছি," বলছেন এই প্রতিযোগী।