/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/kbc.jpg)
কেবিসি তে হেমা মালিনী
কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের শানদার শুক্রবারের প্রতিটি পর্বই বেশ জমে উঠছে। তারকা সুপারস্টার থেকে খেলার মাঠের দিজ্ঞ জদের নিয়ে বেজায় উৎসবের আমেজে মজেছেন সঞ্চালক অমিতাভ বচ্চন। আর অতিথিদের আসনে যখন পুরনো বন্ধুদের সমাগম তখন হাসি ঠাট্টা যে লেগে থাকবে সেটি নিয়ে কোনও সন্দেহ নেই। শুক্রবারের নতুন পর্বে হটসিটে চার চাঁদ লাগিয়েছেন ড্রিম গার্ল হেমা মালিনী এবং বরেণ্য পরিচালক রমেশ সিপ্পি।
সম্প্রতি সুপারহিট শোলে সিনেমা ৪৮ বছরে পদার্পণ করার বিষয়েই তাদের উপস্থিতি শোতে। যথারীতি নানান স্মৃতি প্রসঙ্গেই সরগরম ছিল ফ্লোরের প্রতিটি কোনা। তবে তার মধ্যেই মজার এক বিষয় কিন্তু নিদারুণ নজর কেড়েছে নেটিজেনদের। হেমা মালিনীর সঙ্গে অমিতাভ এবং তার পরিবারের সম্পর্ক নিতান্তই গভীর। কিন্তু সহ অভিনেত্রীর সঙ্গেও মজা করতে একেবারেই ছাড়েননি বিগ বি! হেমাকে প্রশ্ন করেন আপনাদের লেডিস পার্স-এ ঠিক কী থাকে বলুন তো? হেমার উত্তর কমপ্যাক্ট, লিপস্টিক আর ভীষণ কম পয়সা।
যথারীতি ফ্লোরে উপস্থিত সকলেই হেসে ওঠেন এই উত্তরে। পরবর্তীতে সিনিয়র বচ্চনের বক্তব্য, কিন্তু আপনারা মেয়েরা তো বাড়ি থেকেই সেজে বেরন তারপরেও প্রয়োজন? মাঝে মাঝেই টাচ আপ করতে হবে তো! হেমার উত্তরে একরকম হতভম্ব বিগ বি। শোলে প্রায় অর্ধ দশক পূর্নের মুখোমুখি। কিন্তু আজও ৮ থেকে ৮০ সকলেই এই সিনেমার প্রশংসা না করে পার পান না। এতবছরেও এর ক্রেজ একটুও কমে নি। এখন শুক্রবার আরও নতুন কি কি তথ্য উঠে আসে সেটিই দেখার অপেক্ষা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন