সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সংশ্লিষ্ট পর্বের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল শোয়ের মাঝে রসিকতা করেই অমিতাভকে সরিয়ে সঞ্চালকের আসনে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই বিসিসিআই প্রেসিডেন্টের একের পর এক প্রশ্নের সম্মুখীন হন অমিতাভ। দাদাকে বলতে শোনা যায়- অমিতাভজি আপনার একটাই হেল্পলাইন- "সেটা হল শেওয়াগ। কিন্তু ওঁর ওপর বিশ্বাস করবেন না একদম।"
Advertisment
সঞ্চালকের সিটে সৌরভের এমন দাপুটে ব্যাটিং দেখে এরপর নিজমুখেই বলে ফেলেন বিগ বি- "এবার বুঝতে পারছি, যাঁরা প্রতিযোগীদের আসনে বসেন, তাঁদের কী হাল হয়!" কবে দেখা যাবে এই বিশেষ পর্ব? ৩ সেপ্টেম্বর অর্থাৎ আজ, রাত ৯টায় সোনির পর্দায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন