Amitabh-Samay KBC16: অমিতাভ বচ্চনের সঞ্চলনায় কৌন বনেগা ক্রোড়পতি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো। বিগ বি-র সঙ্গে হট সিটে বসার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু, অডিশনের মাধ্যনে সেই সুযোগ আসে মুষ্টিমেয় কয়েকজনের কাজে। আপকামিং এপিসোডের একটি ক্লিপিং ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে অমিতাভের সঙ্গে হট সিটে বসে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না ও তন্ময় ভাট।
Advertisment
অমিতাভের সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতিতে খেলতে আসবেন আরও এক কৌতুকশিল্পী ভুবন বাম। নতুন এপিসোডের প্রোমো দেখে দারুণ উত্তেজিত এই শোয়ের দর্শক। আগামী পর্ব যে হাসি-মজায় জমে উঠবে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। প্রোমোতেই রয়েছে তার ঝলক।
Advertisment
অমিতাভের ব্যারিটোন ভয়েজকে মোটেই ভয় পাচ্ছেন না কমেডিয়ান সময় রায়না। বরং তাঁর সঙ্গে রীতমতো খুঁনসুটিতে মজেছেন। অমিতাভের 'সূর্যবংশম' সিনেমা নিয়ে যখন মজা করছেন তখন দর্শকাসনে বসে আছেন ভুবন বাম। সময় রায়না তো একেবারে মস্তির মুডে।
সময় রায়না অমিতাভের সঙ্গে মজা করে বলেন, 'আপনার অভিনীত আমরা দেখা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিনেমা সূর্যবংশম। কারন টেলিভিশনে এটা ছাড়া আর কোনও সিনেমা দেয় না।' এটা শুনে একেবারে হেসে লুটোলুটি বিগ বি। বলিউডের শাহেনশাকে আবার জিজ্ঞাসা করেন, 'আপনি যখন জানতেন ক্ষীরে বিষ মেশানো আছে তাহলে সেটি কেন খেলেন?'
ভাইরাল হওয়া ক্লিপিংয়ের অপর একটি অংশে শাহেনশা সিনেমার সেই ফেমাস সংলাপ বলছেন অমিতাভ। 'রিস্তে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, বলার সঙ্গে সঙ্গেই সুযোগ বুঝে সময় বলেন, 'আপনি তো আমাকে নিজের সন্তান বানিয়ে ফেললেন, আপনার সম্পত্তির ভাগ দেবেন?' কমেডিয়ান সময়ের কথায় হাসি যেন কিছুতেই থামছে না বলিউডের শাহেনশার। কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অতীত নিয়ে অকপট সময়।
অমিতাভের জলসায় ঢুকতে গিয়ে কী ভাবে নিরাপত্তারক্ষীরা তাঁকে মেরেছিলেন সেই ঘটনাও বলেন। অমিতাভকে স্যার সম্বোধন করে বলছেন, 'ওঁরা তো আমার দিদাকেও মেরেছিল। যদিও উনি সেই মুহূর্তে ওখানে ছিলেন না। ওঁরা বাইরে এসে দিদাকে খুঁজে তারপর মেরেছিল। স্যার, দিদা না এসেও মার খেয়েছিলেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না আজ আপনাকে আমার সঙ্গে বসতে হয়েছে।' পুরো বিষয়টাই মজার ছলে বলেছেন সময়। অমিতাভও কৌতুকশিল্পীর প্রতিটি কথায় একেবারে হেসে খুন। নতুন এপিসোড সম্প্রচারের অপেক্ষায় দর্শক।