নতুন ছবির নিরিখে বক্সঅফিসে শুরুটা ভালই হয়েছে কেদারনাথের। প্রথমদিনেই ৭.২৫ টাকা আয় করেছে এই ছবি। সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের ছবি কেদারনাথের পরিচালক অভিষেক কাপুর। ২০১৩-য় উত্তরাখন্ডের বন্যার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ভয়ঙ্কর এই বন্যায় প্রাণহানি হয়েছিল প্রচুর মানুষের। ছবিতে সুশান্ত সিং রাজপুতকে দেখা যাবে এক মুসলিম ছেলের ভূমিকায় আর সারা হিন্দু মেয়ে। ট্রেড অ্যানালিস্ট তরণ আর্দশ এদিন কেদারনাথের বক্সঅফিস আয় নিয়ে টুইট করলেন-
তবে কেদারনাথ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচকদের কাছ থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেন, সারা আলি খান থেকে নজর সরবে না। শুরুটা খানিকটা জড়সড় হলে ক্রমশ বিষয়টা আয়ত্তে নিয়ে আসেন তিনি। আত্মবিশ্বাস সামনে দেখা যায়, মাঝে মাঝে অমৃতা সিংয়ের কথা মনে পড়লেও অবাক হবনা। ধাইয়া, সারার বোন হিসাবে পর্দায় নিজের ছাপ খুব একটা রাখতে পারেনি গোর এবং সুশান্তের মায়ের চরিত্রে আমিন। তবে সুশান্ত নতুন কিছু দর্শকের সামনে আনেননি, আর ভরদ্বাজের চরিত্রায়নে ছিল সেই পুরোনো ছন্দে রাগী মেয়ের বাবা।
আরও পড়ুন, বাহুবলীর ‘এয়ী’ এবার করণের কফির আড্ডায়
আর এখানেই কেদারনাথের সমস্যা। দৃঢ়তার সঙ্গে শুরু হলেও, অল্পবয়সীদের প্রেম যেখানে ধর্মের বাঁধা উপেক্ষা করছে সেটা কোথাও উদযাপন করার দরকার ছিল। ২০১৩র উত্তরাখন্ডের বন্যা যেখানে ছবির প্লট সেখানে ছবির টুইস্ট আরও জোরদার হওয়ার কথা। কিন্তু লেখাটায় শেডস ছিল, তবে দ্বন্ধ্ব ছিল ছবির টোনে। বোঝা যাচ্ছিল না তারা আশা ছেড়ে দেবে, না শত্রুদের বিরুদ্ধে সমস্তটা দিয়ে লড়াই করবে। বিশেষ করে যখন জলের মাত্রা বাড়ছিল আর জীবনের সমস্যাগুলো লঘু হয়ে আসছিল।
তবে বক্সঅফিসে কড়া টক্করে পড়তে হয়েছে এই ছবিতে। কারণ বিপরীতে রজনীকান্তের 2.0 রয়েছে। এখনও পর্যন্ত এই ছবির হিন্দি ভার্সন ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, যখন ছবি সারা বিশ্বে আয় করেছে ৫০০ কোটি।
Read the full story in English